Published : 28 Nov 2023, 06:39 PM
কোয়ান্টাম প্রযুক্তির উচ্চ শক্তিসম্পন্ন রড সরবরাহে এবিসি রিয়েল এস্টেটস লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে জিপিএইচ ইস্পাত লিমিটেড।
সম্প্রতি নিজ নিজ কোম্পানির পক্ষে চুক্তিতে সই করেন জিপিএইচ ইস্পাতের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং এবিসি রিয়েল এস্টেটস লিমিটেডের চেয়ারম্যান মোস্তাকুর রহমান।
মঙ্গলবার জিপিএইচ ইস্পাত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ চুক্তির আওতায় এবিসি রিয়েল এস্টেটস তাদের চলমান এবং ভবিষ্যত প্রকল্পগুলোতে জিপিএইচ ইস্পাতের রড ব্যবহার করবে।
উচ্চ শক্তিসম্পন্ন জিপিএইচ কোয়ান্টাম বি৬০০ডি-আর যে কম শক্তির রডের তুলনায় ৩০ শতাংশ পর্যন্ত সাশ্রয়ী, তা বুয়েট গবেষণায় প্রমাণিত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।