Published : 07 Jan 2025, 05:07 PM
পরিবেশের ভারসাম্য ও মানুষের মাঝে সচেতনতা তৈরি করতে কক্সবাজারে ‘বিচ ক্লিনিং’ কমসূচি পালন করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএল।
আরএফএল এর পাঁচ শতাধিক কর্মী মঙ্গলবার সকালে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে কলাতলী পয়েন্ট পর্যন্ত এলাকায় পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করতে কর্মসূচিতে অংশ নেন বলে কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সেখানে বলা হয়, বর্জ্য ব্যবস্থাপনা কাজে জেলা প্রশাসনকে সহযোগিতা করার জন্য আরএফএল গ্রুপের পক্ষ থেকে ওয়েস্ট বিনও হস্তান্তর করা হয়।
আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল বলেন, “সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা বছর জুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করি। এরই অংশ হিসেবে এবার আমরা আমাদের গর্ব বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ‘বিচ ক্লিনিং’ কর্মসূচি হাতে নিয়েছি।
“এর উদ্দেশ্য হচ্ছে কেউ যাতে সমুদ্র সৈকতে ময়লা আবর্জনা না ফেলে এ ব্যাপারে সচেতনতা সৃষ্টি করা।”