Published : 09 Apr 2023, 05:21 PM
ঢাকার দক্ষিণ বনশ্রীর ইস্টার্ন বনবিথী শপিং কমপ্লেক্সে ফ্রাঞ্চাইজি আউটলেট চালু করেছে ডেনিম ব্র্যান্ড দ্বীন।
দেশি ব্র্যান্ডটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শুক্রবার এ কেন্দ্র উদ্বোধনের অনুষ্ঠানে দ্বীন এর চিফ প্রোডাক্ট অফিসার কে. এম. আলী আশরাফ ও চিফ অপারেটিং অফিসার মিনহাজুল আবেদীনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলী আশরাফ বলেন,"দ্বীন এর জিন্সসহ অন্যান্য পণ্যের মানোন্নয়ন ও নিত্যনতুন ডিজাইন নিয়ে কাজ করতে আমরা বদ্ধপরিকর। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে খুব দ্রুতই দ্বীন এ আরও নতুন ভেরিয়েশনের ডেনিম পণ্য যুক্ত হবে।"
মিনহাজুল আবেদীন জানান, আগামী কয়েক মাসের মধ্যে আরও আউটলেট চালু করার পরিকল্পনা রয়েছে তাদের। খুচরা আউটলেট ছাড়াও দ্বীন এর ওয়েবসাইট থেকে পণ্য কেনা যাবে।