Published : 07 Jun 2018, 07:48 PM
সংসদে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট উপস্থাপনের মধ্যে বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড অ্যাপভিত্তিক পরিবহন সেবাদাতাদের মূসকের আওতায় আনতে এসআরও জারি করেছে।
এনবিআরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, “অ্যাপ পরিচালনাকারী প্রতিষ্ঠান যে সেবামূল্য প্রাপ্ত হন, শুধু সে অংশের উপর নিট পাঁচ শতাংশ হারে মূসক আদায়যোগ্য হবে।”
অর্থাৎ রাইড শেয়ার করে চালক যে অর্থ উপার্জন করছেন, তাকে ভ্যাট দিতে হচ্ছে না। ওই রাইড শেয়ারের সেবামূল্যের যে অংশটি প্রতিষ্ঠান পাবে, তার উপর ভ্যাট নেবে সরকার।
ঢাকায় এই ধরনের অনেক গাড়ি দিচ্ছে রাইড শেয়ারিং সেবা
২০১৬ সালে শুরু হওয়ার পর এখন বেশ কয়েকটি অ্যাপভিত্তিক পরিবহন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলাদেশে সক্রিয়।
এর মধ্যে উবার, পাঠাও ছাড়াও রয়েছে স্যাম, সহজ, চলো, বাহন, আমার বাইক, আমার রাইড, ময়ুর, ওয়েজ, ও ভাই ইত্যাদি।
রাজধানীর যানজট এবং সিএনজি চালিত অটোরিকশা পেতে দুর্ভোগের কারণে অ্যাপভিত্তিক বিভিন্ন রাইড শেয়ারিং সেবা দিন দিন জনপ্রিয় হচ্ছে।