Published : 03 Jun 2025, 05:27 PM
এতিমখানা ও মাদ্রাসা যাতে কোরবানির পশুর চামড়ার ‘উপযুক্ত মূল্য’ পায় তা নিশ্চিতে সরকার ‘বিশেষ ব্যবস্থা’ নিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
তিনি বলেছেন, “কোরবানির চামড়াকে বহুমুখীকরণ এবং সংরক্ষণ-মজুদকরণের সক্ষমতার জন্য ৩০ হাজার টন লবণ অথবা সাড়ে ৭ লাখ মণ লবণ বিভিন্ন এতিমখানায় ও মাদ্রাসাতে বিনামূল্যে বিতরণ করা হয়েছে। …কাঁচা চামড়া যদি প্রয়োজন হয়, সাময়িক সময়ের জন্য একটা রপ্তানির অনুমোদনও দেয়া হয়েছে।
‘‘এর ফলশ্রুতিতে আশা করা যায় যে, এতিমখানা ও মাদ্রাসা উপযুক্ত মূল্য পাবে।”
মঙ্গলবার বিকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনের শুরুতে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ প্রস্তাবিত বাজেটের ওপর সূচনা বক্তব্য রাখেন।
বশিরউদ্দীন বলেন, “এই ধরনের ইনোভেটিভ, যেটা আগে কখনোই করা হয়নি- এরকম অনেক কাজ শুধু যে বাণিজ্য মন্ত্রণালয় তাই নয়; সকল মন্ত্রণালয়- সেটা জ্বালানি হোক, অর্থ হোক, কৃষি হোক, কেন্দ্রীয় ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড- আমরা সকলে আমাদের অভিনব প্রচেষ্টায় আমাদের সক্ষমতা তৈরি করার একটা সামগ্রিক প্রচেষ্টায় আছি।
“আমরা সাফল্যর একটি যাত্রায়, এটা কোনো গন্তব্য নয়; এই যাত্রায় আমাদের বহমান থাকতেই হবে।”