Published : 31 Dec 2024, 09:08 PM
সচিবালয়সহ দেশের বিভিন্ন স্থানে আগুনের ঘটনায় ক্ষয়ক্ষতি এড়াতে ব্যাংকগুলোকে সতর্কতা ব্যবস্থা জোরদারে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এ সার্কুলার জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
এতে বলা হয়, ধোঁয়া ও তাপ চিহ্নিত করার ব্যবস্থা, ফায়ার এলার্ম ও অগ্নি নির্বাপণ ব্যবস্থা স্থাপন ও সেগুলো কার্যকর থাকার বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
একই সঙ্গে সার্কুলারে ব্যাংকগুলোকে তাদের ব্যবসা কেন্দ্রসহ অন্যান্য স্থাপনায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বলা হয়েছে। প্রয়োজনে বিশেষজ্ঞ ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি-বিচ্যুতি চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
ব্যাংকের সার্ভার কক্ষ ও প্রধান কার্যালয়ের আইটিসহ গুরুত্বপূর্ণ বিভাগে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং ব্যাংকের প্রধান কার্যালয়সহ শাখার গুরুত্বপূর্ণ স্থানকে সিসিটিভির আওতায় রাখতে হবে।