Published : 10 May 2023, 07:40 PM
দিনাজপুরের বিভিন্ন এলাকার চুক্তিবদ্ধ কৃষকদের কাছ থেকে বোরো ধান ও ভুট্টা সংগ্রহ শুরু করেছে প্রাণ এর সহযোগী প্রতিষ্ঠান বঙ্গ মিলারস লিমিটেড।
বুধবার সকালে ফুলবাড়ীর রাঙ্গামাটিতে কারখানা প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন দিনাজপুর ৫ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ও বঙ্গ মিলারস লিমিটেডের নির্বাহী পরিচালক মো. নাসের আহমেদ বলে প্রাণের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এসময় প্রাণ এর পক্ষ থেকে চুক্তিবদ্ধ কৃষকদের মাঝে উন্নত জাতের আমন ধানের বীজ বিতরণ করা হয়। আসন্ন আমন মৌসুমের জন্য দিনাজপুরের মোট ১৮০০ কৃষকের মাঝে ধান বীজ বিতরণ করা হবে।
নাসের আহমেদ জানান, দিনাজপুর জেলায় ৪,৫০০ চুক্তিভিত্তিক কৃষক রয়েছে যারা প্রাণ এর জন্য ধান, ভুট্টা ও আলু উৎপাদন করছে। চলতি বোরো মৌসুমে ২,২০০ একর জমি থেকে বিআর ১৬, ব্রি ২৮, ২৯, ৫০, ৭৪, ৮৯, ৯০, জিরাশাইল ও কাটারিসহ মোট ৯টি জাতের ৫,২২০ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ সংগ্রহ কার্যক্রম চলবে ধানের সরবরাহ থাকা পর্যন্ত।
এছাড়া চলতি মৌসুমে এ জেলায় ১,১০০ একর জমিতে প্রাণ এর চুক্তিভিত্তিক চাষিরা ভুট্টা চাষ করেছে। এসব জমি থেকে ৪,৫০০ টন ভুট্টা সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বাজারমূল্যে কৃষকদের কাছ থেকে এসব ফসল সংগ্রহ করা হচ্ছে বলে জানান তিনি।
পাশাপাশি আগামী আমন মৌসুমে প্রায় ২০ টন বীজ বিতরণের মাধ্যমে ৩,২৩০ একর জমিতে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে তিনি জানান।
প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল এ বিষয়ে বলেন, "কৃষি পণ্যের মান উন্নয়ন ও কৃষকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রাণ দীর্ঘদিন ধরে কাজ করে চলছে। প্রাণ সারাবছর চুক্তিবদ্ধ কৃষকদের বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ সরবরাহের পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের উন্নতমানের ফলন পেতে সহায়তা করে আসছে।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, উপজেলা কৃষি অফিসার রুম্মান আক্তার এবং বঙ্গ মিলারস কারখানার জেনারেল ম্যানেজার জাকারিয়া হোসেন।
বর্তমানে প্রাণ এগ্রো বিজনেসের অধীনে দেশে এক লাখের অধিক চুক্তিভিত্তিক কৃষক রয়েছেন, যারা প্রাণ এর হয়ে ধান, ভুট্টা, আলু, আম, টমেটো, ডাল, কাসাভাসহ বিভিন্ন কৃষিপণ্য উৎপাদন করছে।