Published : 19 Oct 2024, 07:27 PM
নানা আয়োজনের মধ্য দিয়ে শীতকালীন সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করেছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি।
বৃহস্পতিবার রাজধানীর আফতাবনগরে নিজস্ব ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ১৩টি বিভাগ আলাদা অনুষ্ঠানের মাধ্যমে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণিতে প্রায় ২৭০০ শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয় বলে বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম কানুন, শিক্ষা কার্যক্রম, সুযোগ-সুবিধা সম্পর্কেও ধারণা দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক মোহাম্মদ ফরাসউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শামস রহমান, উপউপাচার্য অধ্যাপক এম আশিক মোসাদ্দিক, কোষাধ্যক্ষ অবসরপ্রাপ্ত এয়ার কমডোর ইশফাক এলাহি চৌধুরী এবং বিশ্ববিদ্যালয়ের সফল অ্যালামনাইরা বক্তব্য দেন।
বক্তারা নবীনদের আত্মবিশ্বাসী নাগরিক হয়ে গড়ে ওঠার তাগিদ দেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পাশাপাশি বিভিন্ন ক্লাব, গবেষণাগার এবং লাইব্রেরিতে সক্রিয় হয়ে দক্ষ মানব সম্পদ হিসেবে নিজেকে গড়ে তোলার প্রস্তুতি নিতে পরামর্শ দেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং অন্য শিক্ষার্থীরা অংশ নেন।