Published : 11 May 2025, 01:37 AM
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্তের ঘোষণাকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল বের করেছেন বিভিন্ন হলের একদল আবাসিক শিক্ষার্থী।
রোববার রাত সাড়ে ১২টার দিকে রাজু ভাস্কর্য, ভিসি চত্বর ও রোকেয়া হলের সামনে শিক্ষার্থীদের মিছিল নিয়ে এসে নানা স্লোগান দিতে দেখা যায়।
এসময় তারা ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ’এইমাত্র খবর এলো, আওয়ামী লীগ ব্যান হলো’, 'হৈই হৈই রই রই, আওয়ামী লীগ তুই গেলি কই‘, ’বাংলাদেশ জিন্দাবাদ, আওয়ামী লীগ মুর্দাবাদ’ স্লোগান দেন।
এর আগে শনিবার রাত ১০টার পরপর অভ্যুত্থানের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামীসহ ধর্মভিত্তিক দলগুলোর দাবির মুখে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়ার কথা বিফ্রিংয়ে জানান অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।
সেই সঙ্গে ছাত্র-জনতার গণ আন্দোলন দমানোর অভিযোগে বিচারের মুখোমুখি করতে আওয়ামী লীগের বিচারের পথ খুলতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে।
সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের খবর সামনে আসার পর এ নিয়ে টানা তিন দিনের মধ্যে উপদেষ্টা পরিষদ এ সিদ্ধান্ত নিল।
এ খবর ছড়িয়ে পড়ার পর শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টে অবস্থান নেওয়া আন্দোলনকারীরা উল্লাশ প্রকাশ করেন।