Published : 08 May 2025, 01:40 PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের দেয়ালে থাকা মুজিব শতবর্ষের লোগো মুছে দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী।
বুধবার বিকালে এ ঘটনা দেখার কথা জানিয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. আরমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্রদল নেতা আবিদুর রহমান মিশুসহ সংগঠনের কয়েকজন নেতাকর্মী ওই চিত্রকর্ম মুছে ফেলেন।
জানতে চাইলে মাস্টারদা সূর্যসেন হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবিদুর রহমান মিশু বলেন, “গণঅভ্যুত্থানের পর এখনও ফ্যাসিস্টের নিদর্শনগুলো রয়ে গেছে। তাই আমরা যদি ফ্যাসিস্ট কাঠামো পরিবর্তন করতে চাই, এসব নিদর্শন যদি আমরা না মুছি বা এসব ফ্যাসিস্ট নিদর্শন যদি থেকে যায়, শিক্ষার্থীরা এ কাঠামো মাথায় নিয়ে ঘুরবে। তাই, এর প্রতিবাদস্বরূপ আমরা এটা মুছে দিয়েছি।”
মুজিব শতবর্ষের লোগো মুছে দেওয়ার সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১০-১৫ জন নেতাকর্মী ছিলেন বলে জানিয়েছেন মিশু।
তাদের একজন হাজী মুহম্মদ মুহসিন হল শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক মনসুর রাফী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শেখ মুজিবকে সিম্বল করে বিগত ১৬ বছর ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হয়েছে। তাই ফ্যাসিবাদের প্রতীক হিসেবে আমরা শেখ মুজিবের গ্রাফিতিটি মুছে দিয়েছি।”