Published : 12 May 2025, 08:50 PM
১৫তম ফেয়ার প্লে কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি-আইএসইউকে ৮১ রানে হারিয়ে ইউল্যাব চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সম্প্রতি ইউল্যাব স্থায়ী ক্যাম্পাসে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফাইনাল ম্যাচটি উপভোগ করতে এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে উভয় প্রতিষ্ঠানের অতিথিরা উপস্থিত ছিলেন।
ইউল্যাবের অ্যাক্টিং ভাইস চ্যান্সেলর ও ট্রেজারার অধ্যাপক মিলান কুমার ভট্টাচার্য, রেজিস্ট্রার মো. ফয়জুল ইসলাম, ডেপুটি ডিরেক্টর ও হেড অব কমিউনিকেশনস আসিফুর রহমান খান, সিনিয়র ম্যানেজার ও এক্সটার্নাল অ্যাফেয়ার্স মো. তৌফিক আজিজ, ইএসইউর ট্রেজারার অধ্যাপক এইচ টি এম কাদের নেওয়াজ, ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক মো. আবুল কাশেম, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলী এবং রেজিস্ট্রার মোহাম্মদ ফয়জুল্লাহ কাউশিক ফাইনাল ম্যাচ উপভোগ করেন।
অতিথিরা চ্যাম্পিয়ন, রানারআপ এবং অন্যান্য পারফরমারদের হাতে পুরস্কার তুলে দেন।