Published : 06 Jan 2025, 09:46 PM
শতভাগ আবাসনের দাবিতে প্রতীকী অনশন কর্মসূচির মধ্যে ছাত্রীদের চারটি হল/হোস্টেল সম্প্রসারণে ২ হাজার ৮৪১ কোটি ৮৬ লাখ টাকার প্রকল্পের প্রস্তাব করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সোমবার এক বিজ্ঞপ্তিতে ওই প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর কথা বলেছে।
প্রকল্পের আওতায় শাহনেওয়াজ হোস্টেল ভেঙে ১৫ তলা একটি ছাত্রী হল নির্মাণ, শামসুন নাহার হলের ১০ ও ৬ তলা বিশিষ্ট দুটি সম্প্রসারণ ভবন নির্মাণ, লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের বিদ্যমান স্টাফ কোয়ার্টার বি ও ডি ভবন ভেঙে ১১ ও ৮ তলা বিশিষ্ট দুটি ভবনের সমন্বয়ে একটি ছাত্রী হল এবং কুয়েত মৈত্রী হলের সঙ্গে ১০ তলা আরেকটি ভবন নির্মাণের প্রস্তাব করা হয়েছে।
এই প্রকল্প অনুমোদন হলে হলে প্রায় ৩ হাজার ছাত্রীর আবাসনের ব্যবস্থা হবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে।
এ ছাড়া চীন সরকারের সহায়তায় প্রস্তাবিত ‘বাংলাদেশ-চীন মৈত্রী হল’ নির্মাণ প্রকল্পটিও শিক্ষা মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় থাকার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
বিশ্ববিদ্যালয়টিতে শতভাগ আবাসন নিশ্চিত করার দাবিতে রোববার এক সংবাদ সম্মেলন করে প্রতীকী অনশনের ঘোষণা দেন একদল ছাত্রী। সোমবার আট ছাত্রী উপাচার্যের বাসভবনের সামনে ওই কর্মসূচি শুরু করেন, যারা প্রথম ও দ্বিতীয় বর্ষে পড়ছেন।
বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের জন্য পাঁচটি হল এবং দুটি হোস্টেল রয়েছে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, ঢাকার বাইরে থেকে আসা শিক্ষার্থীরা আবাসনের জন্য দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে। ক্যাম্পাসের বাইরে অনিরাপদ পরিবেশে নানাভাবে হেনস্তার শিকার হচ্ছে। নারী শিক্ষার্থীদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা ও অন্যান্য দাবি আদায় করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নারীবান্ধব করে তোলার আগ পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।
এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, আবাসন সংকটের মত দীর্ঘদিনের একটি জটিল সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব নয়। তবে ছাত্রীদের আবাসন সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজেট ঘাটতি থাকা সত্ত্বেও বিশেষ বরাদ্দের মাধ্যমে অগ্রাধিকারভিত্তিতে বিভিন্ন ছাত্রী হলে প্রায় পাঁচশ বাঙ্ক বেড বসানো হয়েছে। তাতে ইতোমধ্যে বেশকিছু ছাত্রীর আবাসনের সুযোগ হয়েছে। প্রথমবারের মত আন্ডারগ্র্যাজুয়েট প্রথম বর্ষের ছাত্রীদের আবাসনের ব্যবস্থা করা হয়েছে।
“সকল অংশীজনকে নিয়ে যৌক্তিক সময়ের মধ্যে আবাসন সংকট নিরসন করা সম্ভব হবে। হিট প্রজেক্টের আওতায় ছাত্র-ছাত্রীদের জন্য আবাসন বৃত্তি চালুর বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। আগামী শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে যে শিক্ষার্থীরা ভর্তি হবে, তারা এই বৃত্তির আওতায় আসবে।”
আরও পড়ুন-
ঢাবিতে আরেকটি ছাত্রী হল নির্মাণের উদ্যোগ
ঢাবিতে সবার আবাসন সুবিধা দাবি, প্রতীকী অনশনে ৮ ছাত্রী
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের শতভাগ আবাসন চেয়ে প্রতীকী অনশনের ডাক