Published : 10 Jun 2023, 05:56 PM
একাত্তরের জেনোসাইড নিয়ে ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল আলোচনা সভা।
শনিবার বিশ্ববিদ্যালয়ের 'অ্যানুয়াল ল লেকচার' অনুষ্ঠানে বিষয়টির ওপর আলোচনা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার ম্যাককায়ার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম রফিকুল ইসলাম আন্তর্জাতিক আইনে একাত্তরের জেনোসাইডের আইনি কাঠামো নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন, "এমন ঘটনা যেন আর কখনও না ঘটে তা নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কাজ করতে হবে।"
বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ফরাসউদ্দিন, উপ-উপাচার্য জিয়াউল হক মামুন, আইন বিভাগের উপদেষ্টা অধ্যাপক ইকরামুল হক আলোচনায় অংশ নেন।