Published : 22 Feb 2024, 02:20 PM
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব) আয়োজিত টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ইউল্যাব ফেয়ার প্লে কাপের চতুর্দশ আসর শুরু হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউল্যাব জানিয়েছে, গত সোমবার বিশ্ববিদ্যালয়ের মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, বিশেষ অতিথি ছিলেন ইনপেস ম্যানেজমেন্ট-এর চেয়ারম্যান মো. কামরুল আহসান এবং ম্যানেজিং ডিরেক্টর মো. রাহাত খান।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) বিপক্ষে ১২৬ রানে জয় পায় ইউল্যাব।
এ প্রতিযোগিতা আয়োজনে পৃষ্ঠপোষকতা দিচ্ছে ‘ইনপেস প্রেজেন্টস গ্লোবাল এডেক্সপো-২০২৪’। আগামী ৫ মার্চ পর্যন্ত টুর্নামেন্ট চলবে।
অন্যদের মধ্যে ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান, উপ-উপাচার্য অধ্যাপক জুড উইলিয়াম হেনিলো, ট্রেজারার ড. মিলান কুমার ভট্টাচার্য, রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. ফয়জুল ইসলাম, সিএসই বিভাগের ভারপ্রাপ্ত প্রধান অধ্যাপক ড. মোহাম্মাদ গোলাম কিবরিয়া এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর সিনিয়র ম্যানেজার মুহাম্মাদ তৌফিক আজিজ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।