Published : 22 May 2025, 08:57 PM
অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে দক্ষ প্রশিক্ষক তৈরির লক্ষ্যে ‘ট্রেইনিং ফর ট্রেইনারস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে আইএফআইসি ব্যাংক।
সম্প্রতি রাজধানীর পুরানা পল্টনে আইএফআইসি টাওয়ারে দিনব্যাপী এ কর্মশালা হয় বলে বৃহস্পতিবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফার উপস্থিতিতে এ কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট-বিএফআইইউ’র পরিচালক মুহাম্মদ আনিছুর রহমান।
অন্যদের মধ্যে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা ইকবাল পারভেজ চৌধুরী ও সহকারী কর্মকর্তা এবিএম মহসীন কামাল মোল্লা কর্মশালায় উপস্থিত ছিলেন।
বিএফআইইউর যুগ্ম পরিচালক মো. মাহবুবুর রহমান, মো. আনোয়ারুল হক, আনম কলিম উদ্দিন হাসান তুষার, উপপরিচালক ইমরান শাহ ওমর চৌধুরী এবং সহকারী পরিচালক জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ৫৮ জন কর্মীকে প্রশিক্ষণ দেন।
কর্মশালায় মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বিদ্যমান আইন, বিধিমালা এবং বিএফআইইউ এর জারি করা সার্কুলার ও নির্দেশিকা যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্ব আরোপ করা হয়।