Published : 08 May 2025, 06:50 PM
বিকাশ অ্যাপ দিয়ে কেনাকাটা ও মোবাইল রিচার্জের ক্ষেত্রে বায়োমেট্রিক ‘ফেস আইডি’ ও ‘ফিঙ্গারপ্রিন্ট’ সুবিধা চালু করেছে মোবাইল ফোনে আর্থিক সেবা দেওয়া এ কোম্পানি।
বৃহস্পতিবার বিকাশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, পেমেন্ট ও মোবাইল রিচার্জে ‘ফেস আইডি’ ও ‘ফিঙ্গারপ্রিন্ট’ সুবিধার ফলে গ্রাহকের লেনদেন আরও নিরবচ্ছিন্ন, দ্রুত ও নিরাপদ হয়েছে। ফলে এখন থেকে ১০০০ টাকা পর্যন্ত বিকাশ পেমেন্ট ও মোবাইল রিচার্জের ক্ষেত্রে বারবার পিন বা গোপন নম্বর দিতে হবে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহকরা অ্যাপের লগইন স্ক্রিন অথবা প্রোফাইল থেকে অপশনগুলো চালু করতে পারবেন। এর জন্য বায়োমেট্রিক অপশনে ক্লিক করে পিন নম্বর দিতে হবে। এরপর থেকে প্রতিবার লগইন ও লেনদেনে পিন দিতে হবে না। ডিভাইসে সেট করা ‘ফেস আইডি’ অথবা ‘ফিঙ্গারপ্রিন্ট’ দিয়েই লগইন ও লেনদেন করা যাবে।
প্রয়োজনে গ্রাহকরা ‘ফেস আইডি’ বা ‘ফিঙ্গারপ্রিন্ট’ সেবাটি বন্ধও করতে পারবেন। আর নতুন ডিভাইস থেকে লগইন করলে, পিন পরিবর্তন করলে বা অ্যাপ আনইন্সটল করলে সেবাটি স্বয়ংক্রিয়ভাবেই বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে তা আবার চালু করতে হবে।
এ ছাড়া নিরাপত্তার স্বার্থে বায়োমেট্রিক লগইন ও লেনদেন সেবাটি এক বছর পর আবার নতুন করে চালু করতে হবে।