Published : 03 Jun 2025, 09:20 PM
বিকাশ অ্যাপ রেফারেল ক্যাম্পেইনে সর্বোচ্চ সংখ্যক মানুষকে অ্যাপ রেফার করে ‘রয়্যাল এনফিল্ড’ মোটরবাইক জিতেছেন সিলেটের নিয়াজ আহমেদ।
বাইক ছাড়াও আরো বেশ কিছু আকর্ষণীয় পুরস্কার জিতেছেন পরবর্তী সর্বোচ্চ সফল রেফারকারীরা।
সম্প্রতি তেঁজগাওয়ে রয়্যাল এনফিল্ডের শো-রুমে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয় বলে মঙ্গলবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিকাশ।
সেখানে বলা হয়, গত বছরের ১৫ নভেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে সর্বোচ্চ সফল রেফারকারি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়।
ক্যাম্পেইনে বিকাশ গ্রাহকেরা বিকাশ অ্যাপ থেকে একটি ইউনিক রেফারেল লিংক ব্যবহার করে যে কোনো নন-বিকাশ অ্যাপ ব্যবহারকারীকে রেফার করেন। প্রতিটি সফল রেফারেলের জন্য ছিল বোনাস এবং সর্বোচ্চ সফল রেফারকারী জিতেছেন রয়্যাল এনফিল্ড। এছাড়া ক্যাম্পেইন চলাকালীন প্রতিটি সফল রেফারেলের জন্য প্রত্যেক রেফারার পেয়েছেন ৫০ টাকা বোনাস।
বিভিন্ন সেবা পেতে বিকাশ অ্যাপ ব্যবহারে অন্যকে উৎসাহিত করতেই গ্রাহকদের জন্য রেফারেল ক্যাম্পেইন পরিচালনা করা হয় বলে জানিয়েছে বিকাশ।
রয়্যাল এনফিল্ড বিজয়ী নিয়াজ বলেন, “মাঝে মাঝেই বিকাশের বিভিন্ন প্রতিযোগিতামূলক ক্যাম্পেইনে অংশগ্রহণ করা হয়। এবারের ক্যাম্পেইনে অংশ নেওয়ার উদ্দেশ্য ছিল আমার পরিচিতজনদের অ্যাপ ব্যবহারে উৎসাহিত করা যাতে ডিজিটাল লেনদেনে তাদের আরো স্বাচ্ছন্দ্য ও অভ্যস্ততা বাড়ে। আর, বাড়তি প্রাপ্তি হিসেবে পেয়ে গেলাম রয়্যাল এনফিল্ড বাইক। ভালো লাগছে, বিকাশকে ধন্যবাদ।”