Published : 26 May 2025, 09:04 PM
গাজীপুরের বাহাদুরপুরে রোভার স্কাউটস প্রশিক্ষণ কেন্দ্রে হয়ে গেল চার দিন ও তিন রাতব্যাপী স্থাপত্য বিষয়ক ক্যাম্প ‘আর্কজ্যাম ২০২৫’।
শাহ্ সিমেন্টের পৃষ্ঠপোষকতায় বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত এই ক্যাম্পের আয়োজন করে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি), যেখানে প্রায় এক হাজার স্থাপত্য শিক্ষার্থী অংশ নেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের বাইরের বাস্তব নির্মাণ ও ডিজাইনের মাধ্যমে হাতে-কলমে শিক্ষা দেওয়ার ‘উদ্দেশ্যে’ এই ক্যাম্পের আয়োজন করা হয়।
“ক্যাম্পজুড়ে শিক্ষার্থীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে অংশ নেন বিভিন্ন কার্যক্রমে। এর মধ্যে ছিল বাঁশ দিয়ে নির্মাণ, গাছের ওপর ঘর (ট্রিহাউস) নির্মাণ, কাঁচামাটির স্থাপত্যচর্চা, গ্রামীণ আবাসন ওয়ার্কশপ এবং প্রকৃতিমুখী হাইকিং।”
প্রতিটি দলে একজন অভিজ্ঞ মেন্টর নেতৃত্ব দেন, যারা শিক্ষার্থীদের হাতে-কলমে নির্দেশনা দেন। সন্ধ্যার ক্যাম্পফায়ার, মুক্ত আলোচনা এবং গল্প বলার পর্বে শিক্ষার্থীদের মধ্যে চিন্তা, কল্পনা ও পারস্পরিক অনুপ্রেরণার পরিবেশ তৈরি করে।
‘আর্কজ্যাম-২০২৫’ ছিল সৃজনশীলতা, স্থায়িত্ব এবং কমিউনিটি-কেন্দ্রিক ডিজাইনের এক ব্যতিক্রমী উদযাপন, যা অংশগ্রহণকারীদের ভবিষ্যৎ স্থাপত্যচর্চায় অনুপ্রেরণা জুগিয়েছে বলেও জানানো হয়েছে।
আইএবির সভাপতি আবু সাইদ এম আহমেদ, স্কাউট নেতা নিজামউদ্দিন আহমেদ, আইএবি’র সহ-সভাপতি খান মো. মাহফুজুল হকসহ আইএবি নির্বাহী কমিটির অন্যান্য সদস্য এবং শাহ সিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্যাম্পে উপস্থিত ছিলেন।