Published : 19 May 2025, 09:14 PM
কোরবানির ঈদ উপলক্ষে অনলাইন কিংবা অফলাইনে কেনাকাটায় ৬ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট বা ক্যাশব্যাক অফার দিচ্ছে মোবাইলে আর্থিক সেবার কোম্পানি বিকাশ।
পোশাক, জুতা, ইলেকট্রনিক্স, ফার্নিচারসহ আরও কয়েক ধরনের পণ্য কেনাকাটায় এবং রেস্টুরেন্টে খাওয়ার বিল দেওয়ার সময় বিকাশে পেমেন্ট কোড ব্যবহার করলে এ ডিসকাউন্ট মিলবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানিয়েছে, জুন মাসের ৭ তারিখ পর্যন্ত পাওয়া যাবে এ ডিসকাউন্ট।
নির্দিষ্ট সুপারস্টোরে ‘ডিটু’ কুপন কোড যোগ করে প্রতি বার দেড় হাজার টাকা বিকাশ পেমেন্টে দিনে ৫০ টাকা করে ক্যাম্পেইন চলাকালে ১০ বারে মোট ৫০০ টাকা ডিসকাউন্ট পাওয়ার সুযোগ থাকছে গ্রাহকদের জন্য।
এ কুপন কোড ব্যবহার করে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট পাওয়া যাবে আগোরা, আলমাস সুপার শপ, আপন ফ্যামিলি মার্ট, ডেইলি শপিং, হালিশহর মার্ট, খুলশী মার্ট, ল্যাভেন্ডার, মিনা বাজার, ইউনিমার্ট, হোলসেল ক্লাব, বেঙ্গল মিট, মুস্তাফা মার্টসহ আরও বেশকিছু সুপারস্টোরে।
দেশব্যাপী ‘স্বপ্ন’ সুপারস্টোরের বিভিন্ন আউটলেটে ‘ডিথ্রি’ কোড যোগ করে প্রতি বার ১ হাজার টাকা বিকাশ পেমেন্টে দিনে ৫০ টাকা করে ক্যাম্পেইন চলাকালে ১০ বারে মোট ৫০০ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন গ্রাহকরা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ডি ওয়ান’ কোড যোগ করে বিকাশ পেমেন্টে কেনাকাটায় অফার চলাকালে প্রতিদিন ১০ শতাংশ হারে সর্বোচ্চ ১০০ টাকা করে ৫ বারে সর্বোচ্চ ৫০০ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন গ্রাহকরা।
পাশাপাশি, দেশব্যাপী নানা ধরনের দোকানে ‘ডি ফাইভ’ কোড যোগ করে বিকাশ পেমেন্টে কেনাকাটায় অফার চলাকালে প্রতিদিন ১০ শতাংশ হারে সর্বোচ্চ ১০০ টাকা করে ৩ বারে মোট ৩০০ টাকা ডিসকাউন্ট উপভোগ করতে পারছেন গ্রাহকরা।
‘সারা লাইফস্টাইল’-এর যে কোনো আউটলেটে বিকাশ পেমেন্ট করার সময় কুপন কোড ‘ডি নাইন’ যোগ করে পাওয়া যাচ্ছে ৩০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। কুপন কোড যোগ করে ন্যূনতম দেড় হাজার টাকা পেমেন্টে অফারটি উপভোগ করা যাচ্ছে।
এপেক্সের নির্দিষ্ট আউটলেটে ন্যূনতম ২ হাজার টাকা পেমেন্টে কুপন কোড ‘এ ওয়ান’ যোগ করে কেনাকাটায় পাওয়া যাচ্ছে ২০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। অফার চলাকালে ১০০ টাকা করে ২ বারে মিলবে এই ডিসকাউন্ট।
এদিকে, ফুটওয়ার ব্র্যান্ড ‘ওয়াকার’-এর নির্দিষ্ট আউটলেটে কেনাকাটায় বিকাশ পেমেন্ট করার সময় কুপন কোড ‘ডি এইট’ যোগ করে পাওয়া যাচ্ছে ৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। দিনে ৫ শতাংশ করে ২০০ টাকা পর্যন্ত ২ বার এবং অফার চলাকালীন সর্বোচ্চ ৫ বারে মিলবে এই ডিসকাউন্ট।
র্যাংগস ইলেকট্রনিক্স, ইলেক্ট্রো মার্ট, সিঙ্গার, ভিভো ব্র্যান্ড শপ, স্টার টেক, রায়ান্স কম্পিউটার্স, মিনিস্টার, এসকোয়্যার ইলেকট্রনিক্স, হাইসেন্স সহ আরও বেশকিছু ইলেকট্রনিক্স আউটলেটে ন্যূনতম ৩০ হাজার টাকা বা বেশি পেমেন্টে পাওয়া যাচ্ছে সর্বোচ্চ ১ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অফার চলাকালে ১ বার এই ক্যাশব্যাক উপভোগ করা যাবে।
ঈদে ‘ওয়ালটন’ ও ‘ভিশন’ আউটলেট থেকে যে কোনো ইলেকট্রনিক্স ও গ্যাজেট কেনাকাটায় ন্যূনতম ১০ হাজার টাকা বা তার বেশি বিকাশ পেমেন্ট করলেই গ্রাহকরা পাচ্ছেন সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পোশাক, জুতা, অ্যাকসেসরিস, ইলেকট্রনিক্স, ফার্নিচার, পার্সোনাল কেয়ার-এর সুপরিচিত লাইফস্টাইল ব্র্যান্ড থেকে শুরু করে পছন্দের রেস্টুরেন্ট খাওয়া, সুপারস্টোরে কেনাকাটায় বিকাশ পেমেন্টে বিভিন্ন ‘কোড’ ব্যবহার করে ডিসকাউন্টগুলো পাওয়া যাবে ৭ জুন পর্যন্ত।