Published : 02 Jun 2025, 07:46 PM
আগামী উইমেন’স ওয়ানডে বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত করেছে আইসিসি। স্বাগতিক ভারতের চারটি মাঠের পাশাপাশি শ্রীলঙ্কার একটি মাঠে হবে খেলা। সেই মাঠে নিজেদের ম্যাচগুলো খেলবে পাকিস্তান।
বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে টুর্নামেন্ট শুরুর ও নকআউট পর্বের দিনক্ষণ এবং ভেন্যু প্রকাশ করেছে।
ম্যাচগুলো হবে বেঙ্গালুরুর চিন্নাসোয়ামি স্টেডিয়াম, গুয়াহাটির এসিএ স্টেডিয়াম, ইন্দোরের হলকার স্টেডিয়াম, ভিশাখাপত্তমের এসিএ-ভিডিসিএ স্টেডিয়াম ও কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে।
নকআউটের ভেন্যু নির্ভর করবে এই ধাপে পাকিস্তানের যোগ্যতা অর্জনের ওপর। একটি সেমি-ফাইনাল ও ফাইনালের জন্য তাই বিকল্প ভেন্যু রাখা হয়েছে।
আগামী ২৯ অক্টোবর প্রথম সেমি-ফাইনাল হবে গুয়াহাটি অথবা কলম্বোয়। ৩০ অক্টোবর দ্বিতীয় সেমি-ফাইনাল হবে বেঙ্গালুরুতে। বেঙ্গালুরু অথবা কলম্বোয় ফাইনাল হবে ২ নভেম্বর। পাকিস্তান সেমি-ফাইনাল ও ফাইনালে উঠলেই কেবল ম্যাচ দুটি হবে কলম্বোতে।
পাকিস্তানের আয়োজিত পুরুষদের গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচগুলো হয়েছিল যেমন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশগ্রহণ নিয়ে অনেক টানাপোড়েনের পর দুই প্রতিবেশী দেশ আইসিসিতে একটি সমঝোতায় পৌঁছে যে, ২০২৪-২০২৭ সালের চক্রে পাকিস্তানে আয়োজিত কোনো টুর্নামেন্টে ভারতের সব ম্যাচ হবে নিরপেক্ষ ভেন্যুতে, তেমনি ভারতে আয়োজিত টুর্নামেন্টে পাকিস্তানের সব ম্যাচও হবে নিরপেক্ষ ভেন্যুতে।
রাজনৈতিক বৈরিতায় ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ অনেক বছর ধরে। সম্প্রতি সীমান্তে দুই দেশের তুমুল সংঘাতে আরও উত্তপ্ত হয় পরিস্থিতি।
৩০ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে স্বাগতিক ভারতের ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে আট দলের টুর্নামেন্টে প্রথম পর্বে ম্যাচ হবে মোট ২৮টি। পয়েন্ট তালিকার শীর্ষ চার দল উঠবে সেমি-ফাইনালে।
স্বাগতিক ভারতসহ ২০২২-২৫ আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষ ছয় দল সরাসরি জায়গা করে নিয়েছে বিশ্বকাপে। অন্য পাঁচ দল- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউ জিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা। আর বাছাই পেরিয়ে মূল পর্বের টিকেট পেয়েছে বাংলাদেশ ও পাকিস্তান।
টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হবে পরে।