ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
Published : 27 May 2025, 09:53 PM
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠের লড়াই শুরুর দুই দিন আগে ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। আসছে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন দলটির পেসার গাস অ্যাটকিনসন।
জিম্বাবুয়ের বিপক্ষে গত শনিবার শেষ হওয়া একমাত্র টেস্টে খেলেছিলেন ২৭ বছর বয়সী অ্যাটকিনসন। ট্রেন্ট ব্রিজে ইনিংস ও ৪৫ রান জেতা ওই ম্যাচে ৩ উইকেট নেন তিনি।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) মঙ্গলবার জানিয়েছে, জিম্বাবুয়ে টেস্টে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন অ্যাটকিনসন। যা তাকে ছিটকে দিয়েছে ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে।
এখন পর্যন্ত ১১ ওয়ানডে খেলে ১৩ উইকেট নেওয়া অ্যাটকিনসনের বদলি হিসেবে কাউকে যোগ করেনি ইংল্যান্ড।
আগামী বৃহস্পতিবার শুরু হবে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ ১ ও ৩ জুন।
এরপর তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল, আগামী ৬, ৮ ও ১০ জুন। ওই সিরিজের দলে নেই অ্যাটকিনসন।