বাংলাদেশ-পাকিস্তান সিরিজ
Published : 21 May 2025, 09:50 PM
বাংলাদেশের বিপক্ষেও টি-টোয়েন্টি দলে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান না থাকায় পাকিস্তান ক্রিকেটে চলছে তুমুল আলোচনা। দুই তারকার এই সংস্করণে ভবিষ্যৎ নিয়ে উচ্চকিত হচ্ছে প্রশ্ন। দল নির্বাচনের প্রক্রিয়ার দিকেও তোলা হচ্ছে আঙুল। সেসব নিয়ে এবার মুখ খুলেছেন সাদা বলে পাকিস্তানের নতুন প্রধান কোচ মাইক হেসন।
গত মার্চে নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দলে বাবর ও রিজওয়ানকে রাখেনি পাকিস্তান। তখনও এ নিয়ে আলোচনা কম হয়নি। ঘরের মাঠে আসছে তিন ম্যাচের সিরিজটির জন্য বুধবার ঘোষিত ১৬ জনের দলেও জায়গা হয়নি তাদের। সঙ্গে এবার বাদ পড়েছেন অভিজ্ঞ পেসার শাহিন শাহ আফ্রিদিও।
পাকিস্তানের জার্সিতে টি-টোয়েন্টিতে অনেকদিন ধরেই ছন্দে নেই বাবর। সবশেষ ১১ ইনিংসে নেই কোনো ফিফটি। এই সংস্করণে তার ব্যাটিংয়ের ধরন নিয়েও প্রশ্ন ওঠে প্রায়ই।
চলতি পাকিস্তান সুপার লিগেও যে আহামরি পারফরম্যান্স করেছেন বাবর, তাও নয়। আসরে ২৮৮ রান করেছেন তিনি ১২৮.৫৭ স্ট্রাইক রেটে, গড় ৩৬। পঞ্চাশ ছুঁতে পেরেছেন তিনবার। গত শনিবার করাচি কিংসের বিপক্ষে খেলা ৯৪ রানের ইনিংস তার সর্বোচ্চ। তার নেতৃত্বে এবার প্লে-অফেই উঠতে পারেনি পেশাওয়ার জালমি।
বাবরের মতো খারাপ নয় রিজওয়ানের টি-টোয়েন্টি পারফরম্যান্স। দেশের হয়ে সবশেষ ১২ ইনিংসে তার ফিফটি চারটি। তবে এই কিপার-ব্যাটসম্যান পাকাপাকিভাবে অধিনায়ক হওয়ার পর তার নেতৃত্বে পাঁচ টি-টোয়েন্টির একটিও জিততে পারেনি পাকিস্তান।
তার জায়গায় নিউ জিল্যান্ডের বিপক্ষে অধিনায়ক করা হয় সালমান আলি আগাকে। বাংলাদেশ সিরিজেও নেতৃত্ব দেবেন সালমান।
পিএসএলেও ব্যাট হাতে বেশ উজ্জ্বল রিজওয়ান। মুলতান সুলতান্সের হয়ে ১৩৯.৫৪ স্ট্রাইক রেট ও ৫২.৪২ গড়ে ৩৬৭ রান করেছেন তিনি। পেয়েছেন একটি করে সেঞ্চুরি ও ফিফটি। কিন্তু তার দল ষষ্ঠ হয়ে বাদ পড়েছে আসর থেকে।
এই দুইজনের টি-টোয়েন্টি ভবিষ্যৎ নিয়ে স্থানীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রশ্নের সম্মুখীন হতে হয় হেসনকে। গত মাসে দায়িত্ব পাওয়া নিউ জিল্যান্ড কোচ এই প্রসঙ্গে পরিষ্কার করে বুঝিয়ে দেন, অভিজ্ঞতা ও খ্যাতি দলে জায়গা পাওয়ার একমাত্র মানদণ্ড হবে না।
হেসনের মতে, পরিকল্পনা বাস্তবায়নে নির্দিষ্ট ভূমিকা পালন করতে সক্ষম, এমন ক্রিকেটার নিয়েই দল গঠন করা হবে।
“দলে আমরা কী ভূমিকা পালন করতে চাই, কী ঘরানার ক্রিকেট খেলতে চাই, তার ওপর ভিত্তি করে পরিকল্পনা সাজানো হবে। আমরা যেভাবে খেলতে চাই, সেটা যদি নিশ্চিত করতে পারি, সেখানে অবশ্যই (প্রতিটি পজিশনে) উল্লেখযোগ্য ও নির্দিষ্ট ভূমিকা থাকবে এবং তারপর সেই ভূমিকা পালনে সক্ষম খেলোয়াড়দের নিয়ে জায়গাগুলো পূরণ করা হবে।”
পাকিস্তান ক্রিকেটের দায়িত্ব পেয়ে ভীষণ খুশি ৫০ বছর বয়সী হেসন দলটিকে সাফল্যের শিখরে তোলার ব্যাপারে আত্মবিশ্বাসী।
“আমি সুযোগটি পেয়ে খুবই রোমাঞ্চিত। আমার বিশ্বাস, পাকিস্তান দলে উল্লেখযোগ্য উন্নতি নিয়ে আসতে পারব। সাদা বলে আমার দলকে এমন ঘরানার ক্রিকেট খেলতে সহায়তা করতে পারব যে ধরন আধুনিক, সফল এবং ম্যাচ জেতাতে পারে। আমরা এমন ক্রিকেট খেলব, যা দলকে সমর্থন করার জন্য আবারও ভক্তদের অনুপ্রাণিত করবে। আমি খুশি, তবে আমি জানি এটি চ্যালেঞ্জিং হবে।”
বাংলাদেশ-পাকিস্তানের সিরিজটি হওয়ার কথা ছিল পাঁচ ম্যাচের। তবে ভারতের সঙ্গে পাকিস্তানের সংঘাতে অনিশ্চয়তায় পড়ে গিয়েছিল বাংলাদেশের সফরই। শেষ পর্যন্ত দুই দেশের বোর্ডের আলোচনায় সফর চূড়ান্ত হলেও সিরিজ নেমে আসে তিন ম্যাচে।
সিরিজটির সূচি অবশ্য এখনও চূড়ান্ত হয়নি। তবে পুরো সিরিজই হবে লাহোরে।