ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ
Published : 08 Nov 2024, 10:40 PM
বাংলাদেশের বিপক্ষে সিরিজ যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন দক্ষিণ আফিকার বিপক্ষে শুরু করলেন স্যাঞ্জু স্যামসন। খুনে ব্যাটিংয়ে ভারতের এই ব্যাটসম্যান করলেন টানা দ্বিতীয় সেঞ্চুরি। গড়লেন দারুণ কীর্তি।
ডারবানে শুক্রবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ইনিংস শুরু করতে নেমে ৪৭ বলে সেঞ্চুরি স্পর্শ করেন স্যামসন। ৫০ বলে ১০ ছক্কা ও ৭ চারে ১০৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই কিপার-ব্যাটসম্যান।
এই সংস্করণে সবশেষ ম্যাচে গত মাসে হায়দরাবাদে বাংলাদেশের বিপক্ষে ৮ ছক্কা ও ১১ চারে ৪৭ বলে ১১১ রানের বিস্ফোরক ইনিংস খেলেছিলেন ২৯ বছর বয়সী ক্রিকেটার।
ভারতের প্রথম ব্যাটসম্যান হিসেবে এই সংস্করণে টানা দুটি সেঞ্চুরির কীর্তি গড়লেন তিনি। পুরুষদের টি-টোয়েন্টিতে গোটা বিশ্বে তার আগে এই স্বাদ পান তিন জন- ফ্রান্সের গুস্তাভ মেকিয়ান, দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো ও ইংল্যান্ডের ফিল সল্ট।
২০২২ সালে সুইজারল্যান্ড ও নরওয়ের বিপক্ষে সেঞ্চুরি করে এই কীর্তি গড়েন মেকিয়ান। একই বছর রুশো টানা দুটি সেঞ্চুরি করেন ভারত ও বাংলাদেশের বিপক্ষে। তার দ্বিতীয়টি ছিল বিশ্বকাপের ম্যাচে। গত বছর সল্ট পরপর দুটি সেঞ্চুরি করেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
এ দিন স্যামসনের ১০ ছক্কা ভারতের হয়ে টি-টোয়েন্টি ইনিংসে যৌথভাবে সর্বোচ্চ। ২০১৭ সালে ইন্দোরে শ্রীলঙ্কার বিপক্ষে ১০ ছক্কা মেরেছিলেন রোহিত শার্মাও।
ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার কীর্তি গড়লেন স্যামসন। আগের সর্বোচ্চ ৮টি করে ছক্কা ছিল রুশো ও সুরিয়াকুমার ইয়াদাভের।
স্যামসনের ১০৭ রান এই দুই দলের মধ্যে টি-টোয়েন্টিতে কারও ব্যক্তিগত সর্বোচ্চ। ২০২২ সালে গোয়াহাটিতে ডেভিড মিলারের অপরাজিত ১০৬ রানের ইনিংস ছিল আগের সেরা।
ভারতের হয়ে এই সংস্করণে প্রথম ২৮ ইনিংসে স্যামসনের ছিল না কোনো সেঞ্চুরি, সর্বোচ্চ ছিল ৭৭। পরের দুই ইনিংসে তিনি পেয়ে গেলেন দুটি শতক।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্যামসনের তাণ্ডবের শুরু হয় দ্বিতীয় ওভারে এইডেন মার্করামকে বাউন্ডারি মেরে। পরের ওভারে তিনি পরপর চার ও ছক্কা মারেন কেশভ মহারাজকে।
৫ ছক্কা ও ৩ চারে পঞ্চাশ পূর্ণ করেন তিনি ২৭ বলে। আরও ৪ ছক্কায় পরের ২০ বলে ছুঁয়ে ফেলেন তিন অঙ্ক।
সেঞ্চুরির পর তিনি ছক্কা মারেন আরেকটি। পরের বলেই আউট হয়ে যান ট্রিস্টান স্টাবসের দারুণ ক্যাচে।
টস হেরে ব্যাটিংয়ে নামা ভারত ২০ ওভারে ৮ উইকেটে করে ২০২ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান আসে তিলাক ভার্মার ব্যাট থেকে।
আরও পড়ুন
স্যামসনের বিধ্বংসী সেঞ্চুরির পর ভারুন-বিষ্ণইয়ের স্পিনে ভারতের বড় জয়