Published : 12 May 2025, 09:37 AM
আইপিএল স্থগিত হয়ে গেলেও অনুশীলন বন্ধ করেনি গুজরাট টাইটান্স। টুর্নামেন্ট শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তা থাকলেও ঘরের মাঠ আহমেদাবাদে নিয়মিত ঘাম ঝরিয়ে যাচ্ছে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটি।
ভারত-পাকিস্তান সংঘাতের প্রভাবে গত শুক্রবার এক সপ্তাহের জন্য স্থগিত করা হয় বিশ্বের শীর্ষ এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। ভারতীয় ও বিদেশি সব ক্রিকেটার ও কোচিং স্টাফ দল ছেড়ে সম্ভাব্য পরবর্তী ফ্লাইটেই নিজ নিজ গন্তব্যে যাওয়া শুরু করেন। কেবল গুজরাটই ব্যতিক্রম।
গুজরাটই একমাত্র দল, যারা পুরোপুরি আলাদা হয়ে যায়নি। তাদের দুই বিদেশি ক্রিকেটার ইংল্যান্ডের জস বাটলার ও দক্ষিণ আফ্রিকার জেরল্ড কুটসিয়া দেশে ফিরে গেছেন। তবে দলটির বেশির ভাগ ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ রয়ে গেছেন আহমেদাবাদেই।
আইপিএল স্থগিত করার পরদিনই শনিবার বিকেলে যুদ্ধবিরতির ঘোষণা আসে। ভারতীয় বোর্ডের সচিব দেবাজিৎ সাইকিয়া রোববার জানান, আইপিএলের সংশ্লিষ্ট সব পক্ষ ও সরকারের সঙ্গে কথা বলে যত দ্রুত সম্ভব আবার টুর্নামেন্ট শুরু করা হবে। আগামী বৃহস্পতিবার বা শুক্রবারই আসর আবার শুরুর চেষ্টা চলছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর এসেছে।
১১ ম্যাচে আট জয়ে ১৬ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে আছে গুজরাট। সমান পয়েন্ট রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর, তবে রান রেটে পিছিয়ে তারা আছে দুইয়ে। প্রাথমিক পর্বে গুজরাটের বাকি থাকা তিন ম্যাচের দুটিই ঘরের মাঠ আহমেদাবাদে।
ব্যক্তিগত পারফরম্যান্সেও শীর্ষের দিকে আছেন গুজরাটের ক্রিকেটাররা। রানের তালিকায় দুই ও তিনে আছেন গুজরাটের ভারদ্বাজ সাই সুদার্শান ও শুবমান গিল। ৫১০ রান নিয়ে এখনও পর্যন্ত সবার ওপরে মুম্বাই ইন্ডিয়ান্সের সুরিয়াকুমার ইয়াদাভ। সুদার্শানের রান ৫০৯, গিলের ৫০৮। ভিরাট কোহলি চারে আছেন ৫০৫ রান নিয়ে। এরপর গুজরাটের জস বাটলারের রান ৫০০।
গুজরাটের প্রাসিধ কৃষ্ণা ২০ উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষে আছেন উইকেট শিকারের তালিকায়, যেখানে তার সঙ্গী চেন্নাই সুপার কিংসের আফগান স্পিনার নূর আহমাদ।