ভারতীয় ক্রিকেট
Published : 11 May 2025, 04:04 PM
আগের চার ম্যাচে ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি স্মৃতি মান্ধানা। এবার আর ভুল করলেন না তিনি। চমৎকার ব্যাটিংয়ে উপহার দিলেন সেঞ্চুরি। ইংল্যান্ডের ট্যামি বাউমন্টকে টপকে মেয়েদের ওয়ানডেতে সবচেয়ে বেশি শতকের তালিকায় এককভাবে তিন নম্বরে বসলেন ভারতের তারকা ব্যাটার।
কলম্বোয় রোববার ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ১১৬ রান করেন মান্ধানা। ওয়ানডেতে এটি তার একাদশ সেঞ্চুরি।
মেয়েদের ওয়ানডেতে সবচেয়ে বেশি সেঞ্চুরি অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক মেগ ল্যানিংয়ের, ১৫টি। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা নিউ জিল্যান্ডের তারকা সুজি বেটসের শতক ১৩টি। বাউমন্টের সেঞ্চুরি ১০টি।
লঙ্কানদের বিপক্ষে ১০১ বলের ইনিংসটিতে ২ ছক্কা ও ১৫টি চার মারেন মান্ধানা। মেয়েদের ওয়ানডেতে এ নিয়ে মোট ৫৪টি ছক্কা হাঁকালেন তিনি। ভারতের ব্যাটারদের মধ্যে যা সর্বোচ্চ। এতদিন রেকর্ডটি ছিল ৫৩ ছক্কা মারা ভারত অধিনায়ক হারমানপ্রিত কৌরের।
মেয়েদের ওয়ানডেতে সবচেয়ে বেশি ছক্কার বিশ্ব রেকর্ডটি ড্রেন্ড্রা ডটিনের। এখন পর্যন্ত ৯১টি ছক্কা মেরেছেন ওয়েস্ট ইন্ডিজের এই বিধ্বংসী ব্যাটার।
দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ভারতকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজের আগের চার ম্যাচে মান্ধারার রান ছিল-৪৩, ৩৬, ১৮ ও ৫১। শিরোপা নির্ধারণী ম্যাচে এসে নিজের সেরাটা মেলে ধরলেন ভারত ওপেনার।
তার দুর্দান্ত ইনিংসটির সৌজন্যে ৭ উইকেটে ৩৪২ রান করে ভারত। এটিও একটি রেকর্ড। শ্রীলঙ্কার বিপক্ষে এই প্রথম ওয়ানডেতে তিনশ করতে পারল দলটি। চলতি ত্রিদেশীয় সিরিজে গত রোববার করা ৯ উইকেটে ২৭৫ রান ছিল আগের সর্বোচ্চ।
টস জিতে আগে ব্যাটিং নেওয়া ভারতকে ভালো শুরু এনে দেন মান্ধানা ও প্রাতিকা রাওয়াল। তাদের উদ্বোধনী জুটিতে আসে ৭০ রান। পরে হারলিন দেওলের সঙ্গে ১২০ রানের জুটি গড়েন মান্ধানা।
ইনিংসের শুরুতে কিছুটা ধীরলয়ে এগোন মান্ধানা। প্রথম ১৪ বলে করেন কেবল ৫ রান। এরপর রানের চাকায় দম দেন তিনি। ৫৫ বলে স্পর্শ করেন ফিফটি। পঞ্চাশ ছোঁয়ার পথে চারটি চার ও দুটি ছক্কা মারেন বাঁহাতি এই ব্যাটার।
ফিফটির পর আরেকটু দ্রুত রান বাড়ান মান্ধানা। পরের পঞ্চাশ রান করতে তার লাগে কেবল ৩৭ বল। ৩১তম ওভারে চামারি আতাপাত্তুকে টানা চারটি চার মারেন তিনি, এর তৃতীয়টিতে ৯২ বলে পান কাঙ্ক্ষিত তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া।
ব্যাকওয়ার্ড পয়েন্টে ধরা পড়ে শেষ হয় তার চমৎকার ইনিংসটি।
ভারতের হয়ে ফিফটিও করতে পারেননি আর কেউ। হারলিন ৪৭, হারমানপ্রিত ৪১ ও জেমিমা রদ্রিগস খেলেন ৪৪ রানের ইনিংস।