Published : 20 May 2025, 07:29 PM
প্রথম পছন্দের পেসারদের অনেকে চোটের কারণে বাইরে থাকার কারণেই মূলত জাতীয় দলে ডাক পান স্যাম কুক। সেই ধারাবাহিকতায় এবার জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু হচ্ছে ২৭ বছর বয়সী পেসারের।
ট্রেন্ট ব্রিজে আগামী বৃহস্পতিবার থেকে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি খেলবে ইংল্যান্ড। এর জন্য মঙ্গলবার একাদশ ঘোষণা করেছেন দলটির প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম।
প্রথম শ্রেণির ক্রিকেটে ৯ বছরের ক্যারিয়ারে ৮৯ ম্যাচে ১৯.৮৫ গড়ে স্যাম কুকের শিকার ৩২১ উইকেট। ইনিংসে পাঁচ উইকেট আছে ১৪ বার, ম্যাচে ১০ উইকেট চার বার।
এই ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলের জার্সিতে দেখা যাবে আরেক পেসার জশ টংকে। ২০২৩ সালে লর্ডসে দুটি টেস্ট খেলে আলো ছড়ালেও পরে দুর্ভাগ্যের কারণে আর দেশের প্রতিনিধিত্বই করতে পারেননি তিনি, চোটের কারণে অধিকাংশ সময় ছিলেন মাঠের বাইরে।
পেস ত্রয়ীতে কুক ও টংয়ের সঙ্গে আছেন গত বছর অভিষেকের পর থেকে পাদপ্রদীপের আলোয় উঠে আসা গাস অ্যাটকিনসন। ১১ টেস্ট খেলে ২২.১৫ গড়ে ৫২ উইকেট নেওয়া ২৭ বছর বয়সী এই বোলার, ৫ উইকেট নিয়েছেন তিনবার, ১০ উইকেট একবার।
আর স্পিনার হিসেবে একাদশে আছেন শোয়েব বাশির।
গত জানুয়ারিতে হ্যামস্টিংয়ের অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে ফেরা অধিনায়ক বেন স্টোকসকেও হয়তো দেখা যাবে বল করতে। গত ডিসেম্বরে নিউ জিল্যান্ড সফরের পর এই প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলবেন এই তারকা অলরাউন্ডার।
জিম্বাবুয়ে টেস্টের ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমস স্মিথ (উইকেটরক্ষক), গাস অ্যাটকিনসন, জশ টং, স্যাম কুক, শোয়েব বাশির।