Published : 10 Jul 2024, 12:04 PM
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতায় বাবর আজমের নেতৃত্ব নিয়ে আলোচনা-সমালোচনা চলছে অনেক। তবে প্রথম কোপটা পড়ল নির্বাচক কমিটির ওপর। নির্বাচক কমিটি থেকে বরখাস্ত করা হলো সাবেক দুই ক্রিকেটার আব্দুল রাজ্জাক ও ওয়াহাব রিয়াজকে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বুধবার ছোট্ট সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘জাতীয় নির্বাচক কমিটিতে রাজ্জাক ও ওয়াহাবের সার্ভিস আর প্রয়োজন নেই।’ নির্বাচক কমিটি নিয়ে পরবর্তী পদক্ষেপ সময়মতো জানানো হবে বলেও উল্লেখ করা হয় সেখানে।
রাজ্জাক ও ওয়াহাব এখন ইংল্যান্ডে সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস-এ খেলছেন পাকিস্তান চ্যাম্পিয়ন্সের হয়ে।
গত মার্চের শেষ দিকে সাত সদস্যের বিশাল নির্বাচক কমিটি গঠন করেছিল পিসিবি। আগের কমিটির প্রধান নির্বাচক ওয়াহাবকে সেখানে রাখা হয় সাধারণ সদস্য হিসেবে। কোনো প্রধান নির্বাচক সেখানে ছিলেন না। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, ওয়াহাব ও রাজ্জাকের পরিবর্তে আর কাউকে নেওয়া হবে না। প্রধান নির্বাচক পদও আবার ফেরানো হতে পারে।
ছেলেদের পাশাপাশি মেয়েদের জাতীয় নির্বাচক কমিটি থেকেও বাদ দেওয়া হয়েছে রাজ্জাককে। টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ম্যানেজার হিসেবে দলের সঙ্গে ছিলেন ওয়াহাব। তাকে সেই দায়িত্ব থেকেও সরানো হতে পারে।
নির্বাচক কমিটির বাকি সদস্যরা হলেন কোচ, অধিনায়ক, সাবেক দুই ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ ও আসাদ শফিক এবং অ্যানালিস্ট বিলাল আফজাল।
পাকিস্তান ক্রিকেটের চিরায়ত অস্থিরতার আরেকটি প্রতিচ্ছবি নির্বাচক কমিটির এই পরিবর্তন। গত চার বছরে ছয় জন প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন বিভিন্ন মেয়াদে। ওয়াহাবের আগে নানা সময়ে দায়িত্বে ছিলেন মিসবাহ-উল-হাক, ইনজামাম-উল-হাক, মোহাম্মদ ওয়াসিম, হারুন রাশিদ ও শাহিদ আফ্রিদি।