Published : 19 Feb 2024, 06:25 PM
এই বছরের আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ইংল্যান্ডের পেসার গাস অ্যাটকিনসন। তার বদলি হিসেবে শ্রীলঙ্কার পেসার দুশমান্থ চামিরাকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
গত ডিসেম্বরে আইপিএলের নিলামে অবিক্রিত ছিলেন চামিরা। ভিত্তি মূল্য ৫০ লাখ রুপিতেই তাকে কলকাতার দলে নেওয়ার কথা সোমবার বিবৃতি দিয়ে জানিয়েছে আইপিএল কর্তৃপক্ষ।
আইপিএলে এর আগে রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস দলের অংশ ছিলেন চামিরা। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে ১২ ম্যাচ খেলে তার শিকার ৯ উইকেট।
নিলামে এক কোটি রুপিতে অ্যাটকিনসনকে দলে নিয়েছিল কলকাতা। এবারই প্রথম এই টুর্নামেন্টে খেলার কথা ছিল তার। ‘ওয়ার্কলোড’ বিবেচনায় তাকে সরিয়ে নিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড।
গত অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে তিনটি ম্যাচ খেলেন তিনি। এরপর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলেন সাদা বলের দুই সিরিজে। ভারতে চলমান টেস্ট সিরিজের দলেও আছেন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার।
আগামী ২২ মার্চ থেকে মে মাসের শেষ পর্যন্ত হতে পারে আইপিএল। ভারতের লোকসভা নির্বাচনের ভোটের তারিখ নির্ধারণ হওয়ার পর চূড়ান্ত সূচি ঘোষণা করা হবে।