জাতীয় ক্রিকেট লিগ
Published : 26 Nov 2024, 02:51 PM
ছোট লক্ষ্য তাড়ায় শুরুতেই পড়ল কয়েকটি উইকেট। তবে দলের বিপদ বাড়তে দিলেন না অমিত হাসান ও নাসুম আহমেদ। ম্যাচ জিতে নিজেদের কাজ সেরে রাখলেন তারা। এখন অপেক্ষা শুধু ঢাকা মেট্রো ও রংপুরের ম্যাচ শেষ হওয়ার।
জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডে বরিশালকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার খুব কাছে পৌঁছে গেছে সিলেট। আরেক ম্যাচে রংপুর জয় না পেলেই নিশ্চিত হয়ে যাবে সিলেটের শিরোপা।
সিলেটের কয়েক ঘণ্টার অপেক্ষা
মইন খানের বল ওয়াইড লং অনের দিকে খেলে রানের জন্য ছুটলেন অমিত হাসান। রান পূর্ণ হওয়ার আগেই ডাগআউট থেকে মাঠের ভেতরে ছুটলেন নাসুম আহমেদ। বাকিদের চোখেমুখেও তখন যেন শিরোপা জয়ের আনন্দ।
আনুষ্ঠানিকভাবে এখনও অবশ্য চ্যাম্পিয়ন হয়নি সিলেট। তবে সম্ভাবনার দুয়ারে দাঁড়িয়ে তারা। কেননা অন্য ম্যাচে রংপুরের জয় প্রায় অসম্ভব।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বরিশালকে ৫ উইকেটে হারিয়েছে সিলেট। ১০৫ রানের লক্ষ্য প্রথম সেশনেই ছুঁয়ে ফেলেছে তারা।
ছয় ম্যাচে সিলেটের এটি চতুর্থ জয়। সঙ্গে দুই ড্রয়ে তাদের সংগ্রহ ৩৭ পয়েন্ট। রংপুর ছাড়া আর কারও পক্ষে তাদের টপকে যাওয়ার সুযোগ নেই।
রান তাড়ায় শুরুটা ভালো হয়নি সিলেটের। ত্রিশ রানের আগে টপ-অর্ডারের তিন ব্যাটসম্যান ধরেন ড্রেসিং রুমের পথ। চতুর্থ উইকেটে ৭৭ রানের জুটি গড়েন নাসুম ও অমিত। জয়ের জন্য ১ রান বাকি থাকতে আউট হন ৫ চার ও ১ ছক্কায় ৫২ বলে ৪৪ রান করা নাসুম।
৫ চারে ৬৯ বলে ৩৮ রানে অপরাজিত থেকে দলের জয় নিয়ে ফেরেন সিলেট অধিনায়ক অমিত। লিগে এখন পর্যন্ত তার সংগ্রহ ৬৬১ রান।
দুই ইনিংসে ৪ উইকেটের পাশাপাশি প্রথম ইনিংসে ব্যাট হাতে ৬৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন সিলেটের তোফায়েল আহমেদ।
সংক্ষিপ্ত স্কোর
বরিশাল ১ম ইনিংস: ৩০৪
সিলেট ১ম ইনিংস: ৩৪২
বরিশাল ২য় ইনিংস: ১৪২
সিলেট ২য় ইনিংস: (লক্ষ্য ১০৫) ২৭.৩ ওভারে ১০৫/৫ (পিনাক ১৮, তৌফিক ০, মুবিন ০, অমিত ৩৮*, নাসুম ৪৪, গালিব ০, রাহাতুল ০*; রুয়েল ৫-১-১১-২, তানভির ৮-২-২৪-০, সোহাগ ৪-০-২০-১, মইন ৪.৩-০-১৫-০, মহিউদ্দিন ২-০-১৩-০, মইনুল ৩-০-৯-২, ইফতেখার ১-০-৮-০)
ফল: সিলেট ৫ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: তোফায়েল আহমেদ
চট্টগ্রামকে হারিয়ে তিনে খুলনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে চট্টগ্রামকে ৫৮ রানে হারিয়েছে খুলনা। ২০৪ রানের লক্ষ্যে ১৪৫ রানে গুটিয়ে গেছে চট্টগ্রাম।
ছয় ম্যাচে ২ জয় ও ৩ ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে উঠেছে খুলনা। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে চট্টগ্রাম।
আগের দিন ৭ উইকেটে ১১৮ রান করা চট্টগ্রাম মঙ্গলবার টিকতে পেরেছে ১- ওভারের কম। আর মাত্র ২৭ রান যোগ করে অলআউট হয়ে গেছে তারা।
৬৭ রানে ৫ উইকেট নিয়েছেন আলআমিন হোসেন। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিজ্ঞ পেসারের নবম ৫ উইকেট এটি।
প্রথম ইনিংসে ৫ ও দ্বিতীয়বার ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন খুলনার বাঁহাতি পেসার মেহেদি হাসান।
সংক্ষিপ্ত স্কোর
খুলনা ১ম ইনিংস: ২০৪
চট্টগ্রাম ১ম ইনিংস: ২২০
খুলনা ২য় ইনিংস: ২১৯
চট্টগ্রাম ২য় ইনিংস: (লক্ষ্য ২০৪) ৩৯.৪ ওভারে ১৪৫ (আগের দিন ১১৮/৭) (আলআমিন ১৭-৫-৬৭-৫, মাসুম ৯-১-২৬-২, মেহেদি ৯.৪-০-৩৬-৩, পারভেজ ৪-১-১০-০)
ফল: খুলনা ৫৮ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: মেহেদি হাসান