আইপিএল
Published : 09 Apr 2025, 06:33 PM
আইপিএলের আচরণবিধি ভাঙায় ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে গ্লেন ম্যাক্সওয়েলকে। পাঞ্জাব কিংসের এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডারের নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও।
চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মঙ্গলবারের ম্যাচে ঘটে এই কাণ্ড। পরদিন বিবৃতি দিয়ে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, লেভেল-১ ধারা ভেঙেছেন ম্যাক্সওয়েল।
তবে ম্যাক্সওয়েলের অপরাধ কী, সেটা খোলসা করেনি আইপিএল কর্তৃপক্ষ। অস্ট্রেলিয়ান এই তারকা ক্রিকেটার অবশ্য ম্যাচ রেফারির দেওয়া শাস্তি মেনে নিয়েছেন।
মুল্লানপুরায় চেন্নাইয়ের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন ম্যাক্সওয়েল। ২ বলে ১ রান করে রাভিচান্দ্রান অশ্বিনকে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন তিনি। পরে অফ স্পিনে ১ উইকেট নেন ১১ রান খরচার, ওভার করেন দুটি।
প্রিয়ান্শ আরিয়ার ১০৩ রানের চমৎকার ইনিংস ও শাশাঙ্ক সিংয়ের ৫২ রানের সৌজন্যে ২১৯ রান করে পাঞ্জাব। পরে চেন্নাইকে ২০১ রানে থামিয়ে ১৮ রানের জয় তুলে নেয় তারা।
এবারের আইপিএলে এখনও কিছুই করতে পারেননি ম্যাক্সওয়েল। গুজরাট টাইটান্সের বিপক্ষে শূন্য রানে আসর শুরু করেন তিনি। লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ব্যাটিংয়ে নামাতে হয়নি তার। পরে রাজস্থান রয়্যালস ম্যাচে ২১ বলে করেন ৩০ রান।
আর বল হাতে চার ম্যাচে তিনটি উইকেট নিতে পারেন ম্যাক্সওয়েল। তার বাজে সময়ে দল হিসেবে ভালো করছে পাঞ্জাব। চার ম্যাচের তিনটিই জিতেছে তারা।
পাঞ্জাবের পরের ম্যাচ আগামী শনিবার, প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ।