Published : 30 Mar 2025, 08:52 PM
নিউ জিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজে পিছিয়ে থাকার মাঝে আরেক বড় ধাক্কা খেল পাকিস্তান। হ্যামস্ট্রিংয়ের চোটে দ্বিতীয় ওয়ানডেতে খেলতে পারবেন না ওপেনার উসমান খান।
নেপিয়ারে শনিবার সিরিজের প্রথম ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয় উসমানের। রান তাড়ায় ৪টি চার ও ২টি ছক্কায় ৩৩ বলে ৩৯ রানের ইনিংস খেলেন তিনি।
ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে টান লাগে তার। এমআরআই স্ক্যানের পর নিশ্চিত হওয়া গেছে যে, দ্বিতীয় ম্যাচে তাকে পাওয়া যাবে না। পাকিস্তান ক্রিকেট বোর্ড রোববার বিবৃতি দিয়ে জানিয়েছে এই খবর।
প্রাথমিকভাবে পাকিস্তানের ওয়ানডে দলে ছিলেন না উসমান। টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে হবে আগামী বুধবার, হ্যামিল্টনের সেডন পার্কে।
নিউ জিল্যান্ডের ‘দ্বিতীয় সারির দলের’ বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হারের পর প্রথম ওয়ানডেতে ২২ রানের মধ্যে শেষ ৭ উইকেট হারিয়ে হেরে যায় পাকিস্তান। আইপিএলে ব্যস্ত থাকায় নিউ জিল্যান্ড দলের নিয়মিতদের অনেকেই নেই এই স্কোয়াডে।