Published : 03 Jul 2024, 10:59 AM
ফাইনালের পরাজয়ে বিপর্যস্ত অবস্থা কাটেনি এখনও। এর মধ্যেই আরেক বিড়ম্বনায় ডেভিড মিলার। কীভাবে যেন ছড়িয়ে পড়েছে, আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়েছেন তিনি। সেই খবরের জোর এতই বেশি যে, শেষ পর্যন্ত তাকে ঘোষণা দিয়ে জানাতে হলো যে, আদতে তিনি অবসর নেননি।
খবরটা কীভাবে ছড়াল, তা নিশ্চিত করে বলা মুশকিল। সামাজিক মাধ্যমে শুরুতে এটা ছড়াতে শুরু করে। পরে কিছু সংবাদমাধ্যমেও তা প্রকাশিত হওয়ার পর সামাজিক মাধ্যমেও আরও ভাইরাল হয়ে যায়। বিশ্বকাপ ফাইনালে শেষ ওভারে পরাজয়ের পর মিলারের চোখের পানি, তার বিধ্বস্ত অবস্থা ও পরে হতাশাজনক প্রতিক্রিয়া, এসব কিছু থেকেই খবরটির সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
পরে সামাজিক মাধ্যমেই ৩৫ বছর বয়সী ব্যাটসম্যান জানালেন, খবরটি সঠিক নয়।
“যে খবর প্রকাশিত হয়েছে, তার বিপরীতে বলতে হচ্ছে, আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেইনি আমি। প্রোটিয়াদের হয়ে খেলার জন্য আমাকে বরাবরের মতোই পাওয়া যাবে। সেরাটা এখনও আসার বাকি।”
দক্ষিণ আফ্রিকানদের হৃদয়ভাঙা ফাইনালে দলের শেষ ভরসা ছিলেন মিলার। ৩০ বলে ৩০ রানের সমীকরণ ক্রমেই কঠিন হতে দেখেছেন তিনি। শেষ ওভারে তিনি যখন স্ট্রাইকে, তখন প্রয়োজন ছিল ১৬ রানের। প্রথম বলে হার্দিক পান্ডিয়ার ফুল টসে ছক্কা মারার চেষ্টা করলেও অল্পের জন্য পারেননি বাঁহাতি ব্যাটসম্যান। বরং লং অফ সীমানায় অসাধারণ ক্যাচ নেন সুরিয়াকুমার ইয়াদাভ।
তার বিদায়ের পর আর পারেনি দক্ষিণ আফ্রিকা। ভারত চ্যাম্পিয়ন হয় ৭ রানে জিতে।
ফাইনালের পর মিলারকে দেখা গেছে মাঠেই ভেঙে পড়তে। ম্যাচ শেষের দুই দিন পরও তিনি ডুবে ছিলেনই সেই হতাশাতেই। নিজের সেই মানসিক অবস্থা সোমবার প্রকাশ করেছিলেন সামাজিক মাধ্যমে, “আমি বিধ্বস্ত!! দুই দিন আগে যা হয়েছে, তা হজম করা কঠিন এখনও। ভাষায় প্রকাশ করতে পারব না, কেমন লাগছে আমার…।”
দক্ষিণ আফ্রিকার হয়ে ১৭৩ ওয়ানডে ও ১২৫ টি-টোয়েন্টি খেলেছেন মিলার।