অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি
Published : 23 Jun 2025, 04:31 PM
ইংল্যান্ডের বিপক্ষে চলমান হেডিংলি টেস্টে প্রথম ইনিংসে একশর বেশি ওভার বোলিং করেছে ভারত। সেখানে কেবল ৬ ওভার বোলিং দেওয়া হয়েছে শার্দুল ঠাকুরকে, যা চোখে লেগেছে দিনেশ কার্তিকের। শার্দুলের বোলিংয়ে আস্থা না থাকলে তাকে একাদশে কেন রাখা হয়েছে, সেই প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক এই কিপার-ব্যাটসম্যান।
লিডসে সিরিজের প্রথম টেস্টের একাদশে শার্দুলকে অলরাউন্ডার হিসেবে রেখেছে ভারত। কিন্তু ব্যাট হাতে কিছুই করতে পারেননি তিনি। আট নম্বরে নেমে আউট হয়ে যান স্রেফ ১ রান করে।
এরপর বল হাতেও শার্দুল ছিলেন ধারহীন। ৬ ওভার করে রান দেন ৩৮। কার্তিকের মতে, এত দ্রুত শার্দুলের বোলিংয়ের ওপর ভরসা হারিয়ে ফেলা উচিত হয়নি ভারত অধিনায়ক শুবমান গিলের।
ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের অনুষ্ঠানে কার্তিক বলেন, অন্যান্য বোলাররা যেখানে ২০ ওভারের বেশি বোলিং করেছে, সেখানে শার্দুলকে ৬ ওভার বোলিং করানো ভালো উদাহরণ নয়।
“শার্দুল ঠাকুরকে নিয়ে সিদ্ধান্তের দিকে ভারতীয় দলের ম্যানেজমেন্টের নজর দেওয়া উচিত-তারা যদি তার বোলিংয়ে আস্থাই রাখতে না পারে, তাহলে তাকে খেলাচ্ছে কেন? একজন বোলারের ওপর ভরসা রাখতে না পারলে তাকে খেলাবেন কেন? আমি বুঝতে পারছি, চার জন পেসারকে খেলালে শার্দুলকে সমান সুযোগ দেওয়া হবে না।”
“সে যখন বল করেছে, ভালো করেনি। কিন্তু অনেক ওভারের ইনিংসে তাকে কেবল ছয় ওভার বোলিং দেওয়া ভালো দৃষ্টান্ত নয়। শার্দুলের জন্য আমার খারাপ লাগছে, তবে আমি বুঝতে পারছি, শুবমান কী ভাবছে।”
চলতি টেস্টে টস হেরে ব্যাটিংয়ে নেমে ইয়াশাসভি জয়সওয়াল, শুবমান গিল ও রিশাভ পান্তের সেঞ্চুরিতে ৪৭১ রান করে ভারত। পরে জাসপ্রিত বুমরাহর দুর্দান্ত বোলিংয়ে প্রতিপক্ষকে ৪৬৫ রানে গুটিয়ে ৬ রানের লিড নেয় তারা।