Published : 31 May 2025, 12:23 AM
বড় লক্ষ্য তাড়ায় শেষ ওভার পর্যন্ত আশা জিইয়ে রাখল গুজরাট টাইটান্স। শেষ ওভারে যদিও কোনো উত্তেজনাই ছড়াল না। স্নায়ুর চাপ সামলে আইপিএলের ফাইনালে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল মুম্বাই ইন্ডিয়ান্স।
আসরের এলিমিনেটর ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়নদের জয় ২০ রানে।
মুল্যানপুরে শুক্রবার মুম্বাই করে ২২৮ রান। জবাবে গুজরাট যেতে পারে ২০৮ পর্যন্ত।
এই হারে আসর থেকে বিদায় নিল শুবমান গিলের নেতৃত্বাধীন গুজরাট। ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী রোববার দ্বিতীয় কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে হার্দিক পান্ডিয়ার মুম্বাই।
জয়ের জন্য শেষ দুই ওভারে গুজরাটের প্রয়োজন ছিল ৩৬ রান। ১৯তম ওভারে শেরফেইন রাদারফোর্ডের উইকেট নেওয়ার পাশাপাশি প্রথম পাঁচ বলে কেবল ৬ রান দেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট। শেষ বলে যদিও ছক্কা হজম করেন তিনি।
শেষ ওভারে ২৪ রানের সমীকরণে প্রথম তিন বলে স্রেফ ৩ রান দেওয়ার পর হ্যামস্ট্রিংয়ে টান লাগায় মাঠ ছাড়েন রিচার্ড গ্লিসন। বাকি তিন বলে কোনো রান না দিয়ে একটি উইকেট নেন অশ্বিনি কুমার।
দুই ওপেনার রোহিত শার্মা ও জনি বেয়ারস্টোর দারুণ শুরুর পর, পরের তিন ব্যাটসম্যানের তিনটি ক্যামিও ইনিংসে বড় পুঁজি পায় মুম্বাই।
শুরুতে দুইবার জীবন পেয়ে ৯ চার ও ৪ ছক্কায় ৫০ বলে ৮১ রান করে ম্যাচের সেরা রোহিত। ইনিংসটির পথে আইপিএলে সাত হাজার রান ও ৩০০ ছক্কার মাইলফলক স্পর্শ করেন ভারতীয় তারকা।
আসরে প্রথম খেলতে নেমে ৪ চার ও ৩ ছক্কায় ২২ বলে ৪৭ রান করেন ইংলিশ ব্যাটসম্যান বেয়ারস্টো। সুরিয়াকুমার ইয়াদাভ ২০ বলে ৩৩, তিলাক ভার্মা ১১ বলে ২৫ ও পান্ডিয়া ৯ বলে করেন ২২ রান।
লক্ষ্য তাড়ায় গিল ফেরেন প্রথম ওভারেই। বেশিক্ষণ টিকতে পারেননি কুসাল মেন্ডিসও।
তৃতীয় উইকেটে সাই সুদার্শান ও ওয়াশিংটন সুন্দারের বিধ্বংসী জুটিতে আশা বাঁচিয়ে রাখে গুজরাট। আসরে দুর্দান্ত পথচলায় সুদার্শান ফিফটি করেন ২৮ বলে।
চতুর্দশ ওভারে আক্রমণে ফিরে অসাধারণ এক ইয়র্কারে ওয়াশিংটনকে (২৪ বলে ৪৮) বোল্ড করে ৪৪ বলে ৮৪ রানের বিপজ্জনক জুটি ভাঙেন জাসপ্রিত বুমরাহ।
এক ওভার পর সুদার্শানকে থামান গ্লিসন। ১০ চার ও ৮ ছক্কায় ৪৯ বলে ৮০ রান করেন গুজরাট ওপেনার।
১৫ ইনিংসে ৫৪.২১ গড় আর ১৫৬.১৭ স্ট্রাইক রেটে আসরের সর্বোচ্চ ৭৫৯ রান নিয়ে শেষ হলো সুদার্শানের পথচলা।
সুদার্শানের বিদায়ের পরই মূলত লড়াই থেকে একটু একটু করে দূরে সরে যায় গুজরাট। শেষ ওভার পর্যন্ত আশা জিইয়ে রাখলেও, কাঙ্ক্ষিত ঠিকানার কাছাকাছিও যেতে পারল না তারা।
রান উৎসবের ম্যাচেও চমৎকার বোলিংয়ে ৪ ওভারে ২৭ রান দিয়ে একটি উইকেট নেন বুমরাহ।
সংক্ষিপ্ত স্কোর:
মুম্বাই ইন্ডিয়ান্স: ২০ ওভারে ২২৮/৫ (রোহিত ৮১, বেয়ারস্টো ৪৭, সুরিয়াকুমার ৩৩, তিলাক ২৫, পান্ডিয়া ২২*, নামান ৯, স্যান্টনার ০*; সিরাজ ৪-০-৩৭-১, প্রাসিধ ৪-০-৫৩-২, কিশোর ৪-০-৪২-২, রাশিদ ৪-০-৩১-০, কুটসিয়া ৩-০-৫১-০, ওয়াশিংটন ১-০-৭-০)
গুজরাট টাইটান্স: ২০ ওভারে ২০৮/৬ (সুদার্শান ৮০, গিল ১, মেন্ডিস ২০, ওয়াশিংটন ৪৮, রাদারফোর্ড ২৪, তেওয়াতিয়া ১৬*, শাহরুখ ১৩, রাশিদ ০*; বোল্ট ৪-০-৫৬-২, বুমরাহ ৪-০-২৭-১, গ্লিসন ৩.৩-০-৩৯-১, পান্ডিয়া ৩-০-৩৭-০, স্যান্টনার ১-০-১০-১, নামান ১-০-০-০, অশ্বিনি ৩.৩-০-২৮-১)
ফল: মুম্বাই ২০ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: রোহিত শার্মা