Published : 19 May 2025, 09:14 PM
প্রথম ইনিংসে এক ঘন্টার বেশি সময় উইকেটে কাটিয়ে আউট হয়েছিলেন অল্প রানে। দ্বিতীয় ইনিংসে আর ভুল করলেন না হাসান ইসাখিল। আফগানিস্তানের তারকা ক্রিকেটার মোহাম্মদ নাবির ছেলে, ১৮ বছর বয়সী এই ব্যাটসম্যান প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের উপলক্ষ রাঙালেন দারুণ সেঞ্চুরিতে।
আফগানিস্তানের ঘরোয়া প্রথম শ্রেণির প্রতিযোগিতা আহমদ শাহ আবদালি চার দিনের টুর্নামেন্টে এই সেঞ্চুরি করেছেন হাসান। হিন্দুকুশ স্ট্রাইকার্সের হয়ে মাইওয়ান্দ চ্যাম্পিয়ন্সের বিপক্ষে ১৫ চার ও এক ছক্কায় ১৩৮ বলে ১০৫ রানের ইনিংস খেলেছেন এই ওপেনার।
জালালাবাদে প্রথম ইনিংসে হাসান ৬০ বলে করেন ২৪ রান। তার দল হিন্দুকুশ অলআউট হয় ১৯৭ রানে। জবাবে মাইওয়ান্দ করে ২২৭ রান।
পিছিয়ে থেকে আবার ব্যাটিংয়ে নেমে হাসান দ্বিতীয় দিন শেষ করেন ১৯ রানে অপরাজিত থেকে। সোমবার তৃতীয় দিন তিনি সেঞ্চুরির ঠিকানায় পৌঁছান ১২৪ বলে। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি। প্রথম ইনিংসের মতোই ফের আউট হন স্পিনার জিয়াউর-উর-রেহমানের বলে।
এই ইনিংসে পথে হাসান ছাড়িয়ে যান প্রথম শ্রেণির ক্রিকেটে তার বাবার প্রথম সেঞ্চুরির স্কোরকে। ২০০৯ সালে আইসিসি ইন্টার-কন্টিনেন্টাল কাপের ম্যাচে আফগানিস্তানের হয়ে জিম্বাবুয়ে একাদশের বিপক্ষে ১৩৯ বলে ১০২ রানের ইনিংস খেলেছিলেন নাবি।
প্রথম শ্রেণির ক্রিকেটে নাবির সেঞ্চুরি আছে আর একটিই, ইন্টার-কন্টিনেন্টাল কাপেই ২০১১ সালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে করেছিলেন ১৯৫ বলে ১১৭।
বাবা স্পিনিং অলরাউন্ডার হলেও ছেলে হাসান টপ অর্ডার ব্যাটসম্যান। কয়েক বছর ধরেই আলোচনায় আছেন তিনি। ২০২৩ সালে ভারত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে তিনি ফিফটি করেন ৩২ বলে। আফগানিস্তানের হয়ে খেলেন ২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। একই বছর বিশ ওভারের প্রতিযোগিতা কাবুল প্রিমিয়ার লিগে ১৯ ছক্কা ও ৮ চারে ৫১ বলে ১৫৬ রানের ইনিংস খেলে সাড়া ফেলে দেন তিনি।
আফগান ক্রিকেটের প্রথম বৈশ্বিক তারকা ৪০ বছর বয়সী নাবি গত ফেব্রুয়ারিতে বলেছিলেন, একদিন ছেলের সঙ্গে জাতীয় দলের জার্সিতে খেলার স্বপ্ন দেখেন তিনি।
যেন সেই পথেই এগোচ্ছেন হাসান।