Published : 18 Nov 2024, 09:37 PM
লম্বা বিরতির পর ওয়ানডে সিরিজ খেলতে নামার আগে অভিজ্ঞ ক্রিকেটারদের ফেরাল বাংলাদেশ। দীর্ঘ দিন পর ফিরলেন জাহানারা আলম ও শারমিন আক্তার। এছাড়া টি-টোয়েন্টির পর এবার ওয়ানডেতেও ডাক পেলেন তাজ নেহার।
আয়ারল্যান্ডের মেয়েদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য সোমবার রাতে দল ঘোষণা করেছে বিসিবি। গত মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা সবশেষ সিরিজের দলে পরিবর্তন চারটি।
নিগার সুলতানার নেতৃত্বাধীন দলে জাহানারা, শারমিনের পাশাপাশি ফিরেছেন বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা। বাদ পড়ার তালিকায় আছেন দিশা বিশ্বাস, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার ও ফারজানা হক লিসা।
প্রায় ৮ মাস ধরে কোনো ওয়ানডে খেলছে না বাংলাদেশ। এশিয়া কাপ, বিশ্বকাপসহ মাঝের সময়ে শুধু টি-টোয়েন্টি সংস্করণেই খেলেছে তারা। দীর্ঘ বিরতির পর ফেরার সিরিজে মূলত অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপে জাতীয় দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ বলেছেন, সিরিজটি আইসিসি উইমেন'স চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় পূর্ণ শক্তি নিয়ে খেলার পরিকল্পনাতেই দল সাজিয়েছেন তারা।
“আয়ারল্যান্ড কিন্তু সম্প্রতি ভালো ক্রিকেট খেলছে। এছাড়া বিশ্বকাপ বাছাইয়ের একটা বিষয় থাকায় আমরা কোনোরকম পরীক্ষা-নিরীক্ষায় যাইনি। যদিও আমাদের নিজেদের কন্ডিশনেই খেলা তবু যত বেশি সম্ভব পয়েন্ট নিশ্চিত করতে পূর্ণ শক্তির দলই ঘোষণা করেছি।”
উইমেন'স চ্যাম্পিয়নশিপে ১৮ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দশ দলের মধ্যে ৯ নম্বরে বাংলাদেশ। আয়ারল্যান্ড সিরিজের পর তাদের বাকি থাকবে আর তিন ম্যাচ। সব মিলিয়ে সেরা ছয়ে থাকতে পারলে আগামী বছরের বিশ্বকাপে সরাসরি খেলবে তারা। অন্যথায় নামতে হবে বাছাইপর্বের লড়াইয়ে।
সামনের সিরিজ থেকে পূর্ণ পয়েন্ট পাওয়ার আশায় তাই জাহানারা, শারমিন ও সানজিদার মতো অভিজ্ঞদের ফেরানো হয়েছে দলে।
গত বছরের জুলাইয়ে ভারত সিরিজে সবশেষ ওয়ানডে খেলেছেন শারমিন। সম্প্রতি জাতীয় ক্রিকেট লিগের পারফরম্যান্সে নির্বাচকদের মুগ্ধ করে এক বছরের বেশি সময় পর এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন তিনি।
২০১১ সালে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচের প্রতিপক্ষ ছিল আয়ারল্যান্ড। সেই ম্যাচে দেশের হয়ে প্রথম ফিফটি করেন শারমিন। এরপর সব মিলিয়ে বাংলাদেশের হয়ে ৩৫টি ওয়ানডে খেলেন তিনি।
২৮ বছর বয়সী ব্যাটারকে ফেরানোর ব্যাখ্যায় সাম্প্রতিক ছন্দের কথাই বলেন জাতীয় দলের নির্বাচক।
“জাতীয় ক্রিকেট লিগে বেশ ভালো ব্যাটিং করেছে শারমিন। এছাড়া আমাদের প্রস্তুতি ক্যাম্পে নিজেদের মধ্যে বিভিন্ন ম্যাচে তার ব্যাটিং দেখে ভালো লেগেছে আমাদের। তাই এক বছরের বেশি সময় পর মূলত দলে ফিরেছে।”
গত অগাস্ট-সেপ্টেম্বরে টি-টোয়েন্টি সংস্করণের জাতীয় লিগে চট্টগ্রামের হয়ে ৬ ইনিংসে ৮৭.০১ স্ট্রাইক রেটে ১৫৪ রান করেন শারমিন।
ওই একই টুর্নামেন্টে ৪ ম্যাচে ৮ উইকেট নেন অভিজ্ঞ পেসার জাহানারা। এর আগে ওয়ানডে সংস্করণের ঢাকা প্রিমিয়ার লিগে ৯ ম্যাচে ২৫ উইকেট নিয়ে তিনি ছিলেন আসরের সফলতম বোলার।
তাই মারুফা আক্তারের সঙ্গে দ্বিতীয় পেসার হিসেবে জাহানারাকে দলে ফেরাতে বেশি ভাবতে হয়নি বললেন সাজ্জাদ।
“গত বছর (মে মাসে) শ্রীলঙ্কা সফরের পর আর ওয়ানডে খেলেনি জাহানারা। মাঝের সময়ে ঘরোয়া ক্রিকেটে সেরা পারফর্মার ছিল সে। এছাড়া অনুশীলনেও কঠোর পরিশ্রম করেছে। তাই তার ফেরা আসলে অনুমেয়ই ছিল।”
গত বছর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে ছিলেন সানজিদা। তবে কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি সেবার। সামনের সিরিজে নাহিদা আক্তারের সঙ্গে আরেকজন বাঁহাতি স্পিনারের প্রয়োজন বোধ করায় প্রায় এক বছর পর ২২ বছর বয়সী সানজিদাকে ফেরানোর কথা বলেন সাজ্জাদ।
“সানজিদা সবসময়ই আমাদের পরিকল্পনায় ছিল। তবে ফিটনেস নিয়ে কিছুটা সংশয় ছিল। সম্প্রতি সে অনেক উন্নতি করেছে। এছাড়া আয়ারল্যান্ডে প্রায় সব ব্যাটারই ডানহাতি। তাই আরেকটা বাঁহাতি স্পিনার থাকলে ভালো হবে মনে হয়েছে আমাদের।”
অনেকটা চমক হিসেবেই গত মাসের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ডাক পেয়েছিলেন তাজ। ঘরোয়া ক্রিকেটে মিডল-অর্ডারে দায়িত্বশীল ব্যাটিংয়ের প্রদর্শনী করে এবার ওয়ানডে দলেও জায়গা করে নিয়েছেন ২৭ বছর বয়সী ব্যাটার।
বাদ পড়াদের মধ্যে সুমাইয়া ও নিশিতাকে মূলত সামনের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। এর আগে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও খেলবেন তারা। পরে দুজনই আবার জাতীয় দলের ভাবনায় চলে আসবেন বলে জানান নির্বাচক।
আর পেস অলরাউন্ডার দিশার ক্ষেত্রে কন্ডিশনের কথা বলেন সাজ্জাদ। দেশে যেহেতু স্পিন সহায়ক উইকেটে বেশিরভাগ ম্যাচ খেলে বাংলাদেশ, তাই দিশাকে আপাতত ওয়ানডে দলে রাখা হয়নি। তবে অপেক্ষমাণ তালিকায় আছেন ২০ বছর বয়সী অলরাউন্ডার।
দিশা ছাড়াও ওপেনিং ব্যাটার দিলারা আক্তার, অফ স্পিনার জান্নাতুল ফেরদৌস সুমনা, টপ-অর্ডার ব্যাটার শারমিন সুলতানা ও বাঁহাতি পেসার ফারিহা ইসলাম তৃষ্ণাকেও রাখা হয়েছে অপেক্ষমাণ তালিকায়।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী শুক্রবার বাংলাদেশে আসবে আইরিশ মেয়েরা। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৭ নভেম্বর হবে প্রথম ম্যাচ। একই মাঠে পরের দুই ম্যাচ ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর।
পরে তিনটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে দুই দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৫, ৭ ও ৯ ডিসেম্বর হবে ম্যাচ তিনটি।
বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, ফারজানা হক, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, সুলতানা খাতুন, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা।
স্ট্যান্ডবাই: দিলারা আক্তার, দিশা বিশ্বাস, জান্নাতুল ফেরদৌস সুমনা, শারমিন সুলতানা, ফারিহা ইসলাম তৃষ্ণা।
নতুন মুখ: তাজ নেহার
দলে ফিরলেন: শারমিন আক্তার, জাহানারা আলম, সানজিদা আক্তার মেঘলা
বাদ পড়লেন: দিশা বিশ্বাস, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার, ফারজানা হক লিসা