পাকিস্তান ক্রিকেট
Published : 11 May 2025, 06:26 PM
ভারতের সঙ্গে সংঘাতের পর দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে আপাতত ক্রিকেট চালিয়ে যেতে চায় না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলের পর ঘরোয়া তিনটি টুর্নামেন্টও স্থগিত করেছে তারা।
টুর্নামেন্টগুলো হলো প্রেসিডেন্টস ট্রফি গ্রেড ২ টুর্নামেন্ট, রিজিওনাল ইন্ট্রা-ডিস্ট্রিক্ট চ্যালেঞ্জ কাপ এবং ইন্টার-ডিস্ট্রিক্ট অনূর্ধ্ব-১৯ ওয়ানডে টুর্নামেন্ট। শনিবার এক বিবৃতিতে পিসিবি জানায়, টুর্নামেন্টগুলো পরে পুনরায় শুরু করা হবে এবং পুনরায় শুরু হওয়ার কাছাকাছি সময়ে সংশোধিত সূচি জানানো হবে।
ভারত-পাকিস্তান সীমান্তে ‘পরিস্থিতি অবনতির’ কারণ দেখিয়ে গত শুক্রবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি আট ম্যাচ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে পিসিবি। বোর্ডের পক্ষ থেকে তখন বলা হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নির্দেশনা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আসরের বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়ার ঘোষণা দেওয়ার ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে স্থগিতের ওই সিদ্ধান্ত জানায় পিসিবি। বাংলাদেশ থেকে পিএসএলে খেলতে যাওয়া রিশাদ হোসেন ও নাহিদ রানাসহ বিদেশি অন্য ক্রিকেটাররা তাদের নিজ নিজ দেশে ফিরে যান।
ভারতে আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত হওয়ার কয়েক ঘন্টা পরই পিএসএল স্থগিত করার ঘোষণা দেয় পিসিবি। পিএসএল পুনরায় শুরুর বিষয়ে এখনও কিছু বলেনি তারা।
ক্রিকেটওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, ভারত ও পাকিস্তান চার দিন ধরে পাল্টাপাল্টি হামলার পর শনিবার বিকেল থেকে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় ওই দিন সন্ধ্যা থেকে আইপিএল পুনরায় শুরুর পরিকল্পনা শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
বর্তমান পরিস্থিতিতে পাঁচ টি-টোয়েন্টির সিরিজের জন্য বাংলাদেশের পাকিস্তান সফরও অনিশ্চয়তার সুতোয় ঝুলছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি সিরিজ খেলে আগামী ২১ মে পাকিস্তানে যাওয়ার কথা বাংলাদেশ দলের। খেলা হবে লাহোর ও ফয়সালাবাদে।
পিসিবির তিন দিনের ম্যাচের প্রেসিডেন্টস ট্রফি গ্রেড ২ টুর্নামেন্টটি এপ্রিলের মাঝামাঝি সময়ে শুরু হয়েছিল এবং মে মাসের চতুর্থ সপ্তাহ পর্যন্ত চলার কথা ছিল, ফাইনাল শুরু হওয়ার কথা ছিল ২২ মে। অন্য দুটি টুর্নামেন্ট মে মাস পর্যন্ত চলার কথা ছিল।