Published : 13 Jun 2025, 04:24 PM
টেস্ট সিরিজ শুরুর আগে জরুরি পারিবারিক প্রয়োজনে ইংল্যান্ড থেকে দেশে ফিরেছেন ভারতের প্রধান কোচ গৌতাম গাম্ভির। হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখতে এসেছেন দেশটির সাবেক ব্যাটসম্যান।
কয়েকদিন আগে হৃদরোগে আক্রান্ত হন গাম্ভিরের মা। রাজধানী দিল্লির গাঙ্গারাম হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।
ভারতীয় দলের একজন মুখপাত্রের বরাত দিয়ে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের শুক্রবারের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ভারতের উদ্দেশ্যে রওনা হন গাম্ভির। তার মায়ের বর্তমান অবস্থা এখনও জানা যায়নি। এই প্রতিবেদন লেখার সময় তিনি আইসিইউতে ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তার বয়স ষাটের কোঠার মাঝামাঝি।
গাম্ভীরের ঘনিষ্ঠ সূত্রের বরাতে ক্রিকবাজ লিখেছে, তার মায়ের অবস্থা দেখে চিকিৎসকরা আশ্বস্ত এবং সম্ভাব্য দ্রুত সেরে ওঠার আশা করছেন তারা। ফলে ২০ জুন থেকে লিডসে শুরু প্রথম টেস্টের আগে ভারতীয় দলের সঙ্গে যোগ দিতে পারেন গাম্ভির।
আগামী সপ্তাহের প্রথম দিকে গাম্ভিরের ইংল্যান্ডে যাওয়ার কথা বিবেচনা করার সম্ভাবনা রয়েছে। তবে এই পর্যায়ে পরিস্থিতি বিবেচনা করে তার ইংল্যান্ডে যাওয়ার তারিখ নিশ্চিত করা কঠিন।
গাম্ভিরের অনুপস্থিতিতে দলের দায়িত্বে কে থাকবেন, তা স্পষ্ট নয়। কোচিং স্টাফের অন্য সদস্যরা হলেন সিতানশু কোটাক (ব্যাটিং কোচ), মর্নে মর্কেল (বোলিং কোচ), টি দিলিপ (ফিল্ডিং কোচ) ও রায়ান টেন ডেসকাট (সহকারী কোচ)।
বেকেনহ্যামে শুক্রবার থেকে নিজেদের মধ্যে চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে ভারতের মূল দল ও ভারত ‘এ’ দল। এই ম্যাচ শেষের পর প্রথম টেস্টের জন্য হেডিংলির উদ্দেশ্যে রওনা দেবে টেস্ট দলের খেলোয়াড়রা।