Published : 04 Jun 2025, 08:21 PM
পুরোনো নেতার নেতৃত্বেই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করবে বাংলাদেশ। টেস্ট দলের অধিনায়কের দায়িত্বে রেখে দেওয়া হয়েছে নাজমুল হোসেন শান্তকেই। আগের মতোই সহ-অধিনায়ক থাকছেন মেহেদী হাসান মিরাজ।
শ্রীলঙ্কা সফর দিয়ে ২০২৫-২৭ চক্রে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে যাত্রা শুরু করবে বাংলাদেশ। শান্ত ও মিরাজের দায়িত্ব শুধু এই সফরেই নয়। বিসিবি বুধবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আরও এক বছরের জন্য একই ভূমিকায় রাখা হয়েছে এই দুজনকে।
শ্রীলঙ্কার সফরের দলে সবচেয়ে উল্লেখযোগ্য নামটি ইবাদত হোসেন চৌধুরি। পায়ের চোটে প্রায় দুই বছর মাঠের বাইরে থাকার পর অবশেষে জাতীয় দলে ফিরলেন ইবাদত হোসেন চৌধুরি।
১৬ সদস্যের দলে ইবাদত ছাড়াও ফিরেছেন লিটন কুমার দাস ও নাহিদ রানা। বাদ পড়ার তালিকায় আছেন মাহমুদুল হাসান জয়, তানভির ইসলাম ও তানজিম হাসান।
২০২৩ সালের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বোলিংয়ের সময় হাঁটুতে চোট পান ইবাদত। ওই বছরই অস্ত্রোপচার করা হয় তার। দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া শেষে গত বছরের শেষ দিকে ঘরোয়া টুর্নামেন্ট দিয়ে মাঠে ফেরেন অভিজ্ঞ পেসার। গত জাতীয় লিগে সিলেটের হয়ে দুটি ম্যাচ খেলেন তিনি।
এরপর বিপিএলে ফরচুন বরিশালের হয়ে ৫ ম্যাচ খেলেন ইবাদত। ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে নিয়মিতই দেখা যায় ৩১ বছর বয়সী পেসারকে। গত মাসে নিউ জিল্যান্ড ‘এ’ দলের ২টি এক দিনের ও ১টি চার দিনের ম্যাচ খেলেন ইবাদত।
নানা ধাপ পেরিয়ে ২০২৩ সালের জুনের পর আবার টেস্ট খেলতে দেখা যেতে পারে তাকে। পেস বিভাগে ইবাদতের সঙ্গে থাকছেন নাহিদ, হাসান মাহমুদ ও সৈয়দ খালেদ আহমেদ।
অ্যাঙ্কেলের চোটে ভুগতে থাকা তাসকিন আহমেদের মাঠে ফেরার জন্য আরও কিছু দিন অপেক্ষায় থাকতে হবে।
১৬ জনের দলে অভিষেকের অপেক্ষায় থাকা একমাত্র ক্রিকেটার মুরাদ। গত বছর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও পরে ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তরুণ বাঁহাতি স্পিনার।
শ্রীলঙ্কার স্পিনিং কন্ডিশন বিবেচনায় হয়তো মুরাদকে দলে ফেরানো হয়েছে। ২৩ বছর বয়সী স্পিনারের সঙ্গে স্পিন বিভাগে থাকবেন মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান।
লিটন ও নাহিদের ফেরা অনুমেয়ই ছিল। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে যাওয়ায় জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজে ছিলেন না লিটন। প্রথম টেস্ট খেলে পিএসএলে লিটনের সঙ্গী হন নাহিদ।
দীর্ঘ রান খরায় ভুগতে থাকা জয়ের বাদ পড়া নিয়েও প্রশ্ন তোলার সুযোগ নেই। ২০২৩ সালের নভেম্বরে নিউ জিল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে ৮৬ রানের ইনিংসের পর আর ফিফটি নেই তার। এই সময়ে ১৭ ইনিংসে মাত্র একবার চল্লিশ ছুঁতে পেরেছেন তরুণ ওপেনার।
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে টেস্ট অভিষেক হয় তানজিমের। একমাত্র ইনিংসে ব্যাটিংয়ে ৪১ রান করেন তিনি। প্রথম ইনিংসে ১০ ওভারে ৪৯ রানে নেন ১ উইকেট। দ্বিতীয় ইনিংসে তাকে বোলিং করাননি শান্ত।
ওই ম্যাচের স্কোয়াডে চমক ছিল তানভিরের ডাক পাওয়ার। খেলার সুযোগ না পেয়েই বাদ পড়লেন বাঁহাতি স্পিনার।
দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে আগামী ১৩ জুন শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ। গলে ১৭ জুন শুরু প্রথম ম্যাচ। কলম্বোন সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে ২৫ জুন থেকে দ্বিতীয় টেস্ট।
বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মাহিদুল ইসলাম, জাকের আলি, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, ইবাদত হোসেন চৌধুরি, হাসান মাহমুদ, নাহিদ রানা, সৈয়দ খালেদ আহমেদ।
দলে ফিরলেন: লিটন কুমার দাস, হাসান মুরাদ, ইবাদত হোসেন চৌধুরি, নাহিদ রানা
বাদ পড়লেন: মাহমুদুল হাসান জয়, তানভির ইসলাম, তানজিম হাসান