Published : 20 Jun 2025, 09:53 AM
গায়ানার গ্লোবার সুপার লিগ (জিএসএল) টি-টোয়েন্টির প্রথম আসরে শিরোপা জয় করা দলের বেশ কজনকে এবার পাচ্ছে না রংপুর রাইডার্স। তবে শিরোপা ধরে রাখার অভিযানে দারুণ কিছু নতুন সংযোজনও আছে দলটির। তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কাইল মেয়ার্স ও দক্ষিণ আফ্রিকার স্পিনার তাব্রেইজ শামসি।
গতবারের মতোই দলকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। সেই আসরে সর্বোচ্চ রান করে টুর্নামেন্ট-সেরা হওয়া সৌম্য সরকারও আছেন দলে। তবে এবারের আসরের সময় শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সিরিজ থাকায় শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেনের মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা থাকছেন না এবার।
গতবারের দল থেকে এবার নেই আফিফ হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন ও আরাফাত সানিও।
দেশের ক্রিকেটারদের মধ্যে অতিথি হিসেবে এবারের আসরে রংপুরের সঙ্গী হচ্ছেন মোহাম্মদ নাঈম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কন, আবু হায়দার রনি ও ইয়াসির আলি চৌধুরি।
বিদেশি ক্রিকেটারদের মধ্যে খুশদিল শাহর মতো কার্যকর একজনকে এবার পাচ্ছে না রংপুর। তবে সামগ্রিক ভাবে বিদেশি ক্রিকেটারের শক্তির দিক থেকে আগেরবারের চেয়ে এই আসরে আরও সমৃদ্ধ দলটি। ক্যারিবিয়ান অলরাউন্ডার মেয়ার্স, প্রোটিয়া স্পিনার শামসির সঙ্গে স্কোয়াডে আছেন পাকিস্তানি অলরাউন্ডার ইফতিখার আহমেদ, আফগান টপ অর্ডার ব্যাটসম্যান ইব্রাহিম জাদরান, পাকিস্তানি পেসার আকিফ জাভেদ, পাকিস্তানি ব্যাটসম্যান খাওয়াজা নাফে ও যুক্তরাষ্ট্রের স্পিনার হার্মিত সিং।
বাঁহাতি স্পিনার হার্মিত গত জিএসএলেও খেলেছেন রংপুরের হয়ে। ইফতিখার ও আকিফ এই দলের হয়ে খেলেছেন গত বিপিএলে। মেয়ার্স বিপিএলে খেলেছেন চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের হয়ে, খাওয়াজা নাফে খেলেছেন রানার্স আপ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে।
আগামী ১০ থেকে ১৮ জুলাই গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে হবে জিএসএলের দ্বিতীয় আসর। পাঁচ দলের আসরে আরও খেলবে স্থানীয় দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, বিগ ব্যাশ চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স, নিউ জিল্যান্ডের সুপার স্ম্যাশের চ্যাম্পিয়ন সেন্ট্রাল স্ট্র্যাগস ও ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগের চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস।
গত নভেম্বর-ডিসেম্বরে প্রথম আসরে প্রথম দুই ম্যাচ হেরেও শেষ পর্যন্ত দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ফাইনালে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াকে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর।
রংপুর রাইডার্স স্কোয়াড: নুরুল হাসান সোহান (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কন, সাইফ হাসান, আবু হায়দার রনি, রকিবুল হাসান, ইয়াসির আলি চৌধুরি, কাইল মেয়ার্স, তাব্রেইজ শামসি, ইব্রাহিম জাদরান, ইফতিখার আহমেদ, আকিফ জাভেদ, হার্মিত সিং, খাওয়াজা নাফে।