ভারতীয় ক্রিকেট
Published : 21 Mar 2025, 09:12 PM
সম্ভাবনাটা জেগেছিল আইপিএলের গত আসরেই। কিন্তু সেবার অল্পের জন্য দলীয় তিনশ রানের মাইলফলক স্পর্শ করতে পারেনি সানরাইজার্স হায়দরাবাদ। তাদের শক্তিশালী ব্যাটিং অর্ডারের কথা বিবেচনায় নিয়ে হনুমা বিহারির মনে হচ্ছে, এবার তিনশর ঠিকানায় পা দেবে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দলটি।
স্বীকৃত টি-টোয়েন্টিতে তিনশ ছোঁয়া দলীয় রান আছে কেবল তিনটি। গত বছরের ডিসেম্বরে সৈয়দ মুশতাক আলি ট্রফিতে সিক্কিমের বিপক্ষে ৩৪৯ রানের বিশ্ব রেকর্ড গড়েছিল বারোদা। তার দেড় মাস আগে গাম্বিয়ার বিপক্ষে ৩৪৪ রান করেছিল জিম্বাবুয়ে। আর ২০২৩ সালে ৩১৪ রানের করেছিল নেপাল, প্রতিপক্ষ মঙ্গোলিয়া।
আইপিএলে সর্বোচ্চ রানের রেকর্ডটি হায়দরাবাদের। গত আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলারদের গুঁড়িয়ে ২৮৭ রান তুলেছিল সানরাইজার্স হায়দরাবাদ। বিস্ফোরক সেঞ্চুরি করেছিলেন সেদিন ট্রাভিস হেড, বিধ্বংসী ইনিংস খেলেছিলেন হাইনরিখ ক্লসেন, এইডেন মার্করাম ও আব্দুল সামাদ।
গতবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২৭৭ রানও করেছিল হায়দরাবাদ। এবার দলটি তিনশ স্পর্শ করলে অবাক হওয়ার মতো কিছু দেখেন না ভারতীয় ব্যাটসম্যান বিহারি।
“তিন নম্বরের জন্য ইশান কিষাণকে দলে অন্তর্ভুক্ত করে সানরাইজার্স তাদের ব্যাটিং অর্ডারের শক্তি আরও বাড়িয়েছে। দুই ওপেনার ট্রাভিস হেড ও আভিশেক শার্মা দুর্দান্ত শুরু এনে দিলে এবং এরপর হাইনরিখ ক্লসেন ও নিতিশ রেড্ডি থাকায় ৩০০ রানের পুঁজি তারা গড়তে পারে। ভালো ব্যাটিং উইকেটে এবং ছোট বাউন্ডারিতে এই রান তোলা সম্ভব।”
২০১৯ সালে সবশেষ আইপিএল খেলেন ৩১ বছর বয়সী বিহারি। এবার টুর্নামেন্ট চলাকালে জিওস্টারের ধারাভাষ্যকার প্যানেলে থাকবেন তিনি।
২০১৬ আসরে আইপিএলে নিজেদের প্রথম ও একমাত্র শিরোপা জিতেছিল হায়দরাবাদ। দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে গত আসরেও ট্রফি জয়ের সম্ভাবনা জাগিয়েছিল তারা। কিন্তু ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে হেরে স্বপ্ন ভাঙে দলটির।
এবারও হায়দরাবাদকে ফাইনালে দেখছেন ভারতের হয়ে ১৬ টেস্ট খেলা বিহারি। সেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে পাঞ্জাব কিংসকে এগিয়ে রাখছেন তিনি।
“সানরাইজার্স নতুন মানদণ্ড স্থাপন করেছে। অধিনায়ক, কোচ ও টিম ম্যানেজমেন্ট দলকে যে স্বাধীনতা দিয়েছে তার কৃতিত্ব দিতে হবে। আমি নিশ্চিত, তারা এই মৌসুমেও একই ধারা অব্যাহত রাখবে।”
“পাঞ্জাবকে দৃঢ় দেখাচ্ছে। (শ্রেয়াস) আইয়ার আইপিএল জয়ী অধিনায়ক এবং রিকি পন্টিং দুর্দান্ত কোচ। গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিস ও মার্কাস স্টয়নিসদের নিয়ে তাদের ব্যাটিং ভালো মনে হচ্ছে। আমার মনে হয়, সানরাইজার্স হায়দরাবাদ ও পাঞ্জাব ফাইনালে উঠবে।”
আইপিএলের এবারের আসর শুরু শনিবার। হায়দরাবাদ তাদের প্রথম ম্যাচ খেলবে রোববার, রাজস্থান রয়্যালসের বিপক্ষে।