Published : 08 Oct 2016, 12:46 AM
কাছে গিয়েও পারলেন না ইমরুল-সাকিবরা
‘ব্যাটসম্যানরা খুব প্যানিকড ছিল’
‘ধৈর্য্যশীল ব্যাটিং প্রয়োজন ছিল’
লিয়াম প্লাঙ্কেটের চোট বলকে সুযোগ করে দিয়েছিল ওয়ানডে অভিষেকের। ৫১ রানে ৫ উইকেট নিয়ে তিনিই অসাধারণ এক জয় এনে দিয়েছেন দলকে। প্রথম ইংলিশ বোলার হিসেবে ওয়ানডে অভিষেকে নিয়েছেন ৫ উইকেট। অথচ এর আগে লিস্ট ‘এ’ ক্রিকেটেও ৫ উইকেট ছিল না তার।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলের তৃপ্তি ধরা পড়ছিল তার কণ্ঠে।
গত মঙ্গলবার বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বলকে বলই দেওয়া হয়নি। প্লাঙ্কেটের চোটে সুযোগ পাওয়ার পর বল চেয়েছিলেন নিজেকে প্রমাণ করতে।
“দেখিয়ে দিতে চেয়েছিলাম সুযোগ পেলে আমি কি করতে পারি। আশা করি, এই পর্যায়ের ক্রিকেটে নিজের সামর্থ্য আমি দেখিয়ে দিতে পেরেছি। এই রকম অভিষেক আসলে কখনোই ভোলার নয়।”