Published : 26 Oct 2019, 12:57 PM
টাইয়ের চোট কনুইয়ে। শুক্রবার দলের অনুশীলনে থ্রোয়িংয়ের সময় ক্ষতিগ্রস্থ হয়েছে লিগামেন্ট। একদমই শেষ মুহূর্তে তার অবস্থা জানা গেছে বলে প্রথম ম্যাচে দলের সঙ্গেই থাকছেন তিনি। ম্যাচ শেষে উড়ে যাবেন সিডনিতে, সেখানে আরও গভীরভাবে দেখা হবে তার অবস্থা। তবে ধারণা করা হচ্ছে, পাকিস্তানের বিপক্ষে পরের সিরিজেও তাকে পাওয়া যাবে না।
টাইয়ের দুর্ভাগ্যই সৌভাগ্য হয়ে এসেছে অ্যাবটের জন্য। ২০১৪ সালে একটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার পর আবার জাতীয় দলে সুযোগ পেলেন তিনি। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরমার এই ২৭ বছর বয়সী পেসার। গত বিগ ব্যাশেও ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারী।
অস্ট্রেলিয়ার আরেকটি দুর্ভাবনা ছিল অ্যারন ফিঞ্চের চোট নিয়ে। তবে সাইড স্ট্রেইন কাটিয়ে অস্ট্রেলিয়ান অধিনায়ক শেষ পর্যন্ত খেলতে পারবেন বলেই মনে করা হচ্ছে।
শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়ার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি রোববার হবে অ্যাডিলেইডে।