Published : 13 Dec 2021, 06:47 PM
এই দুইজনের দারুণ দুটি ইনিংসে প্রথম রাউন্ডের ম্যাচে সোমবার ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে ৬ উইকেটে ২৮৮ রান করেছে বিসিবি দক্ষিণাঞ্চল। দ্বিতীয় দিন শেষে তারা এগিয়ে ২৮ রানে।
দলকে বড় সংগ্রহের শক্ত ভিত গড়ে দেন এনামুল। দক্ষিণাঞ্চলের এই ওপেনার আউট হয়ে যান ১৪ চার ও এক ছক্কায় ৮৮ রান করে। প্রথম শ্রেণিতে নিজের সবশেষ চার ম্যাচে একবারও ৩০ ছুঁতে পারেননি তিনি।
১১ চার ও এক ছক্কায় ৯১ রান নিয়ে খেলছেন জাকির। মেহেদি হাসান অপরাজিত ২৮ রানে।
রাজশাহীর শহিদ কামরুজ্জামান স্টেডিয়ামের ঘাসের ছোঁয়া থাকা উইকেটে এদিনও ছিল স্পিনারদের জন্য সহায়তা। ৩ উইকেট নিয়েছেন নাঈম হাসান ও দুটি মোহাম্মদ আশরাফুল।
বিনা উইকেটে ৩ রান নিয়ে খেলতে নামা দক্ষিণাঞ্চল শুরুতে আভাস দেয় ভালো কিছুর। দিনের প্রথম দুই বলেই মোহাম্মদ এনামুল হককে চার মারেন পিনাক ঘোষ। পরের তিন ওভারেও আসে তিনটি বাউন্ডারি, দ্রুত রান আসতে থাকে দক্ষিণাঞ্চলের।
এরপরই নামে ছোটোখাটো ব্যাটিং ধস। ১২ রানের মধ্যে তিন উইকেট হারায় দলটি। দিনে নিজের প্রথম ওভারেই পিনাককে ফেরান নাঈম। এই অফ স্পিনারের বলে স্লিপে ধরা পড়েন পিনাক।
দুই ওভার পর দারুণ এক ডেলিভারিতে অমিত হাসানের স্টাম্প এলোমেলো করে দেন মোহাম্মদ এনামুল। নাঈমকে এগিয়ে এসে লেগ সাইডে খেলার চেষ্টায় শর্ট লেগে ক্যাচ দেন থিতু হওয়ার চেষ্টায় থাকা তৌহিদ হৃদয়।
বিপদে পড়া দলের হাল ধরেন জাকির ও এনামুল। আর কোনো বিপদ ছাড়া পার করে দেন প্রথম সেশন। লাঞ্চ বিরতির পরের ওভারেই ১০০ বলে ফিফটি তুলে নেন এনামুল।
দারুণ ব্যাটিংয়ে তিনি সেঞ্চুরিতে চোখ রেখে এগিয়ে যেতে থাকেন। জাকিরের সঙ্গে তার জুটির রানও শতক ছুঁয়ে বাড়তে থাকে। কিন্তু শেষ পর্যন্ত এনামুলের সঙ্গী হয় হতাশা। আশরাফুলের অফ স্পিনে ডিফেন্স করার চেষ্টায় শর্ট লেগে ধরা পড়েন তিনি। ভাঙে ১২৮ রানের জুটি।
নাহিদুল ইসলামকে টিকতে দেননি নাঈম। এই স্পিনারকে পরের ওভারে টানা দুটি ছক্কা হাঁকান ফরহাদ রেজা। নাঈমের পরের দুই ওভারে মারেন আরও দুইটি।
আগ্রাসী ব্যাটিংয়ে রান বাড়াতে থাকা ফরহাদকে থামান আশরাফুল। ৪ ছক্কায় ৩৬ বলে ৩৮ রান করা এই ব্যাটসম্যান ধরা পড়েন রনি তালুকদারের হাতে।
৯৪ বলে ফিফটি করা জাকির এরপর দিনের বাকি সময় কাটিয়ে দেন মেহেদিকে নিয়ে। ৬০ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেন তারা। বড় লিডের জন্য এই দুইজনের ব্যাটে তৃতীয় দিন তাকিয়ে থাকবে দক্ষিণাঞ্চল।
সংক্ষিপ্ত স্কোর:
পূর্বাঞ্চল ১ম ইনিংস: ২৬০
দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: (আগের দিন ৩/০) ৮২ ওভারে ২৮৮/৬ (এনামুল ৮৮, পিনাক ১৬, অমিত ৪, হৃদয় ৩, জাকির ৯১*, নাহিদুল ৭, ফরহাদ ৩৮, মেহেদি ২৮*; নাঈম ২১-৬-৯৫-৩, রুয়েল ১৪-২-৫১-০, মোহাম্মদ এনামুল ১৫-১-৪০-১, রেজাউর ১৩-৩-৪৪-০, আশরাফুল ১৯-২-৪৯-২)