আইসিসি র্যাঙ্কিং
Published : 04 Jun 2025, 03:03 PM
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলের সর্বোচ্চ রান করে র্যাঙ্কিংয়ে এগিয়েছেন তানজিদ হাসান। তার মতো ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন শেষ ম্যাচে ফিফটি করা পারভেজ হোসেন। উন্নতি করেছেন জাকের আলিও।
পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি বুধবার প্রকাশ করেছে আইসিসি। টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে ২৮ ধাপ করে অগ্রগতি হয়েছে দুই ওপেনার তানজিদ ও পারভেজের।
পাকিস্তানে তিন টি-টোয়েন্টির একটিতেও ফিফটি করতে পারেননি তানজিদ। তবে প্রতি ম্যাচেই ভালো শুরু পান তিনি। রান করেন যথাক্রমে ৩১, ৩৩ ও ৪২।
হোয়াইটওয়াশড হওয়া সিরিজে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১০৬ রান করে র্যাঙ্কিংয়ে এই ওপেনার আছেন ৫৩তম স্থানে।
তানজিদের উদ্বোধনী জুটির সঙ্গী পারভেজ প্রথম দুই ম্যাচে করেন ৪ ও ৮ রান। ব্যর্থতা ঝেড়ে শেষ টি-টোয়েন্টিতে ৩৪ বলে ৬৬ রানের ইনিংস খেলেন তিনি। এই পারফরম্যান্সে টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় সেরা একশতে ঢুকেছেন তিনি, আছেন ৯৫তম স্থানে।
সিরিজে ৫১ রান করা জাকের আলি ৩ ধাপ এগিয়ে এখন ৬৮তম স্থানে আছেন। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবার উপরে এখন তাওহিদ হৃদয়, ৭ ধাপ পিছিয়ে তার অবস্থান ৪১তম।
ধারাবাহিক পারফরম্যান্সে র্যাঙ্কিংয়ে বিশাল লাফ দিয়েছেন মোহাম্মদ হারিস। এক সেঞ্চুরিতে সিরিজের সর্বোচ্চ ১৭৯ রান করা পাকিস্তান টপ-অর্ডার ব্যাটসম্যান ২১০ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৩০তম স্থানে।
এক ফিফটিতে ১২১ রান করে ৫৭ ধাপ উন্নতি করেছেন হাসান নাওয়াজ। শেষ ম্যাচে ৪৫ রান করা সাইম আইয়ুবের অগ্রগতি ৪ ধাপ, আছেন ৬১ নম্বরে। পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা ৪২ ধাপ এগিয়ে যৌথভাবে ৭৫তম স্থানে।
টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে আগের মতোই সবার ওপরে ট্রাভিস হেড। বোলারদের মধ্যে যথারীতি শীর্ষে নিউ জিল্যান্ডের জ্যাকব ডাফি।
বোলারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের কারও উন্নতি হয়নি। এক ম্যাচ খেলে ২ উইকেট নেওয়া পাকিস্তানের পেসার আব্বাস আফ্রিদি ১৮ ধাপ এগিয়ে যৌথভাবে ১৯ নম্বরে।
যথাক্রমে ২৪ ও ৪৫ ধাপ করে উন্নতি করা দুই স্পিনার শাদাব খান ও আবরার আহমেদ ৫৯তম স্থানে।
টি-টোয়েন্টির অলরাউন্ডারদের তালিকায় আগের মতোই চূড়ায় ভারতের হার্দিক পান্ডিয়া।
ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজও বিবেচনায় এসেছে এই সপ্তাহের র্যাঙ্কিংয়ে। সিরিজের সর্বোচ্চ ২৬৬ রান করে ১৪ ধাপ এগিয়ে ২৪তম স্থানে ইংলিশ তারকা জো রুট। তার সতীর্থ বেন ডাকেট (৩ ধাপ এগিয়ে ১৭তম) ও হ্যারি ব্রুকের (১৫ ধাপ এগিয়ে ৪৮তম) অগ্রগতি হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজের ক্যাসি কার্টি ৪ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা দ্বাদশ স্থানে। এই সংস্করণের ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে ভারতের শুবমান গিল। বোলারদের মধ্যে চূড়ায় শ্রীলঙ্কার মাহিশ থিকশানা।
সিরিজের ৯ উইকেট নিয়ে ইংলিশ লেগ স্পিনার আদিল রাশিদ ৪ ধাপ এগিয়ে ১৫তম স্থানে। তার সতীর্থ পেসার সাকিব মাহমুদের অগ্রগতি ৮২ ধাপ, অবস্থান ৪৮তম। ৯ ধাপ এগিয়ে ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ আছেন ১৮তম স্থানে।
ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় যথারীতি শীর্ষে আফগানিস্তানের আজমাতউল্লাহ ওমারজাই।