Published : 01 Feb 2025, 07:45 PM
ক্যারিয়ারে অসংখ্য কীর্তি গড়া রাশিদ খান রেকর্ডের আরেকটি পাতায় নাম লিখিয়েছেন। স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেটের বিশ্ব রেকর্ড স্পর্শ করেছেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভোকে।
দক্ষিণ আফ্রিকার ফ্রাঞ্চাইজি লিগ এসএটোয়েন্টিতে শুক্রবার এই কীর্তি গড়েন রাশিদ। ২০ ওভারের ক্রিকেটে তার উইকেট এখন ৬৩১টি। সমান উইকেট নিয়ে আগে থেকে তালিকায় সবার ওপরে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ব্রাভো।
গত বছর ক্রিকেটকে বিদায় বলা ক্যারিবিয়ান অলরাউন্ডারের চেয়ে অবশ্য অনেক কম ম্যাচ খেলেছেন রাশিদ। ৬৩১ উইকেট নিতে ব্রাভোর লেগেছিল ৫৮২ ম্যাচ, রাশিদের লাগল কেবল ৪৬০ ম্যাচ। রেকর্ডটি রাশিদের নিজের করে নেওয়া এখন কেবল সময়ের ব্যাপার।
সেঞ্চুরিয়নে ৬২৯ উইকেট নিয়ে প্রিটোরিয়া ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নামেন এমআই কেপ টাউনের অধিনায়ক রাশিদ। প্রতিপক্ষের ব্যাটিংয়ের সময় সপ্তম ওভারে আক্রমণে আসেন তিনি।
নিজের প্রথম দুই ওভারে কোনো শিকার ধরতে পারেননি এই স্পিনার। একাদশ ওভারে কাইল ভেরেইনাকে বোল্ড করে ব্রাভোর সঙ্গে ব্যবধান কমিয়ে আছেন রাশিদ। নিজের শেষ ওভারে মার্কাস আকারম্যানের স্টাম্প ভেঙে বিশ্ব রেকর্ডে বসেন ব্রাভোর পাশে।
৪ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট নেন রাশিদ।
৩ উইকেটে ২২২ রান করে ম্যাচটি ২৭ রান জেতে এমআই কেপ টাউন। ৮ উইকেটে ১৯৫ রান করতে পারে প্রিটোয়েরিয়া ক্যাপিটালস।
টি-টোয়েন্টি ক্যারিয়ারে ২০১৫ সালে পা রাখেন রাশিদ, জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। দেশের হয়ে নিয়মিত আলো ছড়ানোর পাশাপাশি আইপিএলসহ অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগেও দেখাতে থাকেন তার ঘূর্ণি জাদু। অল্প সময়েই বিশ্ব ক্রিকেটে ভয়ঙ্কর এক স্পিনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন রাশিদ।
দেশের হয়ে এখন পর্যন্ত ৯৬ টি-টোয়েন্টি খেলে ১৬১ উইকেট নিয়েছেন রাশিদ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার চেয়ে বেশি উইকেট আছে কেবল একজনের, নিউ জিল্যান্ড পেসার টিম সাউদির ১৬৪।
আইপিএলে ১২১ ম্যাচ খেলে রাশিদের উইকেট ১৪৯টি। এছাড়া বিগ ব্যাশে ৯৮, পিএসএলে ৪৪, সিপিএলে ২৯ উইকেট আছে তার নামের পাশে।
স্বীকৃত টি-টোয়েন্টি রাশিদ, ব্রাভো ছাড়া ৬০০ উইকেটের মাইলফলক ছুঁতে পারেননি আর কেউ। ৫৭৩ উইকেট নিয়ে তালিকায় তাদের পরে ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনিল নারাইন। পরের দুই স্থানে দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির (৫৩১) ও বাংলাদেশের সাকিব আল হাসান (৪৯২)।