ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড সিরিজ
Published : 06 Jun 2025, 10:55 PM
যুক্তরাজ্যের নতুন ভিসা নীতিতে বিপাকে পড়েছেন আকিল হোসেন। ইংল্যান্ডে থাকা দলের সঙ্গে এখনও যোগ দিতে পারেননি তিনি। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে এই বাঁহাতি স্পিনারকে পাবে না ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের বাকি দুই ম্যাচেও তার খেলা নিয়ে জেগেছে অনিশ্চয়তা।
আকিলের মতো যুক্তরাজ্যে প্রবেশ করার ভিসা পাননি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা অফ স্পিনার জিড গুলি।
আকিল ও গুলি দুইজনই ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর নাগরিক। এই অঞ্চলের মানুষদের ভিসা দেওয়ার শর্তাবলিতে গত ২৩ এপ্রিল প্রয়োজনীয় কিছু পরিবর্তন আনে যুক্তরাজ্য।
এই পরিবর্তনে ক্যারিবিয়ান দুই ক্রিকেটারকে ভিসার জন্য আবেদন করার পর ত্রিনিদাদে সশরীরে সাক্ষাৎকার দিতে হতো। পিএসএল খেলতে পাকিস্তানে থাকায় নির্ধারিত সময়ের মধ্যে এটা করতে ব্যর্থ হন আকিল।
আর গত মাসে আয়ারল্যান্ড সফরের শেষ দিকে বদলি হিসেবে গুলিকে দলে ডাকে ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় তিনিও যুক্তরাজ্যের ভিসার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ অবশ্য আশা করছে, শিগগিরই এই সমস্যার সমাধান হয়ে যাবে। সিরিজের বাকি ম্যাচগুলোতে আকিলকে পাওয়ার আশায় আছে তারা।
চেস্টার-লি-স্ট্রিটে শুক্রবার প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। পরের দুই ম্যাচ আগামী রোববার ও মঙ্গলবার, ব্রিস্টল ও সাউথ্যাম্পটনে।