Published : 14 May 2025, 08:07 PM
বৃষ্টিবিঘ্নিত দিন, মেঘলা আকাশ, উইকেটে সবুজ ঘাসের ছোঁয়া। পেসারদের জন্য আদর্শ কন্ডিশন। সেই সহায়তা কাজে লাগিয়ে প্রতিপক্ষকে কাঁপিয়ে দিলেন খালেদ আহমেদ ও এনামুল হক। তাদের তোপ সামলে নিউ জিল্যান্ড ‘এ’ দলকে লড়াইয়ে রাখলেন মিচেল হে ও ডিন ফক্সক্রফট।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম আনফিসিয়াল টেস্টের প্রথম দিন শুরুতেই প্রতিপক্ষকে চেপে ধরে বাংলাদেশ ‘এ’ দল। খালেদ ও এনামুলের দুর্দান্ত বোলিংয়ে ১০১ রানে ৬ উইকেট তুলে নেয় তারা। সেখান থেকে হে ও ফক্সক্রাফটের জুটিতে ৮ উইকেটে ২২৬ রান নিয়ে দিন শেষ করেছে কিউইরা।
১৬ ওভারে ৪৭ রান খরচায় ৪ উইকেট নেন খালেদ। সবশেষ জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) সর্বোচ্চ ৩৬ উইকেট নেওয়া এনামুল ৩১ রান দিয়ে ধরেন ৩ শিকার।
দেড়শর আগে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়া দলকে ৯৮ রানের জুটিতে লড়াইয়ে ফেরান হে ও ফক্সক্রাফট। নিউ জিল্যান্ডের হয়ে ৭ ওয়ানডে ও ১০ টি-টোয়েন্টি খেলা হে ৬৮ রান নিয়ে অপরাজিত আছেন। তার ১০৬ বলের ইনিংসে ১ ছক্কার সঙ্গে চার ৬টি। ৫৬ বলে ৪৭ রান করতে ৯ চার মারেন এখন পর্যন্ত একটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলা ফক্সক্রাফট।
এদিনে খেলা হয়েছে ৬৪ ওভার। প্রথম সেশনের বেশিরভাগই ভেসে গেছে বৃষ্টিতে।
টস হেরে ব্যাটিংয়ে নামা নিউ জিল্যান্ড শিবিরে ম্যাচের দ্বিতীয় ওভারেই আঘাত হানতে পারত বাংলাদেশ। খালেদের বলে স্কয়ার লেগে নাসুম আহমেদের হাতে ধরা পড়েছিলেন জো কার্টার। কিন্তু পরে দেখা যায়, ঠিকমতো বল মুঠোয় জমাতে পারেননি ফিল্ডার।
শূন্য রানে জীবন পাওয়া কার্টারকে পরে খালেদই ফেরান। দুর্দান্ত ইনসুইং ডেলিভারিতে প্রতিপক্ষ অধিনায়কের স্টাম্প ভেঙে দেন তিনি। পরের ওভারেই এনামুল বোল্ড করেন রিস মারিয়ুকে।
দুই ওপেনারের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নিউ জিল্যান্ড। মোহাম্মদ আব্বাসকে কট বিহাইন্ড করেন এনামুল। নিক কেলিকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ইবাদত হোসেন। আর ম্যাথু বোয়েল কিপারের গ্লাভসে ধরা পড়েন খালেদের বলে।
৮৪ রানে যখন ৫ উইকেট নেই কিউইদের তখন ক্রিজে যান হে। এনামুলের বলে জশ ক্লার্কসন বোল্ড হলে বিপদ আরও জেঁকে ধরে দলটিকে। সেখান থেকে ফক্সক্রাফটকে নিয়ে দলকে টানেন হে।
দ্রুত রান বাড়াতে থাকেন ফক্সক্রাফট। আরেকপ্রান্তে দেখে শুনে খেলতে থাকেন হে। জমে যাওয়া এই যুগলবন্দীতে ফাটল ধরান খালেদ। তার চোখধাঁধানো আরেকটি ভেতরে ঢোকা ডেলিভারিতে স্টাম্প হারান ফক্সক্রাফট। কয়েক ওভার পর আদিত্য আশোককে এলবিডব্লিউ করে দেন খালেদ।
শেষ দিকে দলকে আর উইকেট হারাতে দেননি হে ও ক্রিস্টিয়ান ক্লার্ক।
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড ‘এ’ দল ১ম ইনিংস: ৬৪ ওভারে ২২৬/৮ (মারিয়ু ১৩, কার্টার ১৭, কেলি ২০, আব্বাস ৫, বয়েল ১৪, ক্লার্কসন ১৬, হে ৬৮, ফক্সক্রফট ৪৭, আশোক ৩, ক্লার্ক ১২; ইবাদত ১২-১-৪৪-১, খালেদ ১৬-৩-৩৭-৪, মুরাদ ১৪-১-৪২-০, এনামুল ৯-১-৩১-৩, নাঈম ১২-১-৪৯-০, জয় ১-০-৩-০)