Published : 22 Apr 2024, 06:47 PM
টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটসম্যানদের দাপট দিনকে দিন বেড়েই চলেছে। এই সংস্করণে আসছে বৈশ্বিক আসরেও ব্যাটসম্যানদের আধিপত্য দেখা যাবে বলে মনে করছেন ড্যারেন স্যামি। তবে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী অধিনায়কের মতে, অপ্রচলিত দক্ষতা ও অ্যাকশন সম্পন্ন বোলাররা এবারের বিশ্বকাপে পার্থক্য গড়ে দিতে পারবে।
চলমান আইপিএলেও নিয়মিত দেখা যাচ্ছে রান উৎসব। ভারতের এই ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে দুইশ ছোঁয়া সংগ্রহ হয়ে উঠেছে নিয়মিত দৃশ্য। ফ্র্যাঞ্চাইজি লিগটির এবারের আসরে রোববার পর্যন্ত হওয়া ৩৭ ম্যাচের মধ্যে ১৭ বার দেখা গেছে দুইশ ছোঁয়া রান। এর মধ্যে আড়াইশ ছাড়ানো স্কোরই হয়েছে পাঁচবার! তিনশ রানও এখন আর অসম্ভব বলে মনে হচ্ছে না।
স্বীকৃত টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত কেবল একবারই দেখা গেছে এক ইনিংসে তিনশ রান। গত বছর মঙ্গোলিয়ার বিপক্ষে ৩১৪ রান করেছিল নেপাল।
টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা দুইবার জেতা একমাত্র দল ওয়েস্ট ইন্ডিজ। ২০১২ ও ২০১৬ সালে দুবারই স্যামির নেতৃত্বে বিশ্ব সেরার মুকুট জিতেছিল ক্যারিবিয়ানরা। এখন দলটির প্রধান কোচ তিনি।
রয়টার্সের সঙ্গে আলাপকালে স্যামি বলেন, আসছে বৈশ্বিক আসরে দলগুলোতে দেখা যাবে আগ্রাসী ব্যাটসম্যানদের আধিক্য। তবে তিনি মনে করেন, মূল পার্থক্যটা গড়ে দেবে ‘এক্স-ফ্যাক্টর’ বোলাররা।
“ম্যাচে পার্থক্য গড়ে দেবে কয়েক জন এক্স-ফ্যাক্টর বোলার। গতিময় পেসার হোক কিংবা রহস্য স্পিনার- রান ডিফেন্ড করতে বা প্রতিপক্ষকে (অল্পতে) আটকাতে দলের অস্ত্রভাণ্ডারে এমন বোলার প্রয়োজন হবে।”
স্যামির মতে, সবচেয়ে বড় ভূমিকা রাখবে গতিময় পেসাররা।
“গতি তো গতিই। উইকেট স্পিন বান্ধব হোক বা পেস সহায়ক, গতি সবসময়ই ব্যাটসম্যানের মনে সংশয় তৈরি করে। গতিময় বোলার দলে থাকা মানেই বাড়তি কিছু সুবিধা।”
এবারের বিশ্বকাপ হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। আগামী ১ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টির বৈশ্বিক আসর।