জিম্বাবুয়ে-আফগানিস্তান সিরিজ
Published : 21 Dec 2024, 07:35 PM
আরেকবার মুখ থুবড়ে পড়ল জিম্বাবুয়ের ব্যাটিং। এবার তাদের ইনিংসে ধস নামালেন এএম গাজানফার। সঙ্গে দারুণ বোলিং করলেন রাশিদ খান। দুই স্পিনারের নৈপুণ্যে প্রতিপক্ষকে অল্পতে গুটিয়ে সহজ জয় তুলে নিল আফগানিস্তান।
হারারেতে তৃতীয় ও শেষ ওয়ানডেতে শনিবার আফগানদের জয় ৮ উইকেটে। গাজানফার ও রাশিদের স্পিনে জিম্বাবুয়ে থামে ১২৭ রানে। ১৩৯ বল বাকি থাকতে লক্ষ্য ছুঁয়ে ফেলে সফরকারীরা।
প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর টানা দুই জয়ে সিরিজ জিতে নিল আফগানরা।
জাদুকরী স্পিনে স্রেফ ৩৩ রান দিয়ে ৫ উইকেট নেন গাজানফার। ১০ ওয়ানডের ক্যারিয়ারে দ্বিতীয়বার তিনি পেলেন পাঁচ উইকেটের স্বাদ। এমন পারফরম্যান্সের পর ম্যাচসেরা তিনি ছাড়া আর কে! ৩৮ রান খরচায় তিনটি শিকার ধরেন তারকা লেগ স্পিনার রাশিদ।
ব্যাটিং বিপর্যয়ে পড়া জিম্বাবুয়ের রান একশ ছাড়ায় শন উইলিয়ামসের ৩ ছক্কা ও ৬ চারে গড়া ৬০ রানের ইনিংসের সুবাদে। দলটির হয়ে ১৫ রানও করতে পারেননি আর কেউ।
রান তাড়ায় আফগান ওপেনার সেদিকউল্লাহ আতাল ২টি ছক্কা ও ৪টি চারে ৫২ রান করেন। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান জিতে নেন সিরিজ সেরার পুরস্কার।
টস হেরে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ে পরপর তিন ওভারে হারায় টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে। জয়লর্ড গাম্বিকে ফেরানো গাজানফার নিজের পরের ওভারে এলবিডব্লিউ করে দেন ইংলিশ ক্রিকেটার টম ও স্যাম কারানের ভাই বেন কারানকে। মাঝে আজমাতউল্লাহ ওমারজাইয়ের শিকার ক্রেইগ আরভিন।
এরপর রাশিদ এসে দুই ওভারে তুলে নেন সিকান্দার রাজা ও ব্রায়ান বেনেটের উইকেট। পরপর দুই বলে টাডিওয়ানাশে মারুমানি ও ওয়েলিংটন মাসাকাদজাকে বোল্ড করেন গাজানফার। নিয়ামহুরিকে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন এই অফ স্পিনার।
রাশিদের বলে ৩৩ রানে জীবন পেয়ে ৫৬ বলে ফিফটি করেন উইলিয়ামস। সেই রাশিদই থামান তার ইনিংস।
লক্ষ্য তাড়ায় ৮৪ রানের উদ্বোধনী জুটি গড়েন সেদিকউল্লাহ ও মালিক। মনে হচ্ছিল, তাদের ব্যাটেই জয় নিয়ে মাঠ ছাড়বে আফগানিস্তান। কিন্তু ১২ রানের মধ্যে বিদায় নেন দুই ওপেনার। এরপর বাকি পথ পাড়ি দেন রেহমাত শাহ ও হাশমাতউল্লাহ শাহিদি।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে: ৩০.১ ওভারে ১২৭ (গাম্বি ৩, কারান ১২, আরভিন ৫, উইলিয়ামস ৬০, রাজা ১৩, বেনেট ৯, মারুমানি ০, মাসাকাদজা ০, নিয়ামহুরি ৭, এনগারাভা ১০, গুয়ান্ডা ১*; ফারিদ ৩.১-০-১১-১, ওমারজাই ৬-২-১৭-১, গাজানফার ১০-০-৩৩-৫, বিলাল ৩-০-২৫-০, রাশিদ ৮-০-৩৮-৩)
আফগানিস্তান: ২৬.৫ ওভারে ১৩১/২ (সেদিকউল্লাহ ৫২, মালিক ২৯, রেহমাত ১৭*, শাহিদি ২০*; এনগারাভা ৭-১-৩২-১, গুয়ান্ডা ৭-২-২৭-১, নিয়ামহুরি ৬-০-৪৪-০, রাজা ৩-১-৮-০, মাসাকাদজা ৩.৫-০-১৯-০)
ফল: আফগানিস্তান ৮ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: এএম গাজানফার
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ২-০ তে জয়ী আফগানিস্তান
ম্যান অব দা সিরিজ: সেদিকউল্লাহ আতাল